Wednesday 24 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সায়দাবাদ টার্মিনালে বাসচাপায় হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৩ ১৬:৩৪

ঢাকা: রাজধানীর সায়দাবাদ টার্মিনালে বাসের চাপায় শান্ত (২৫) নামে এক হেলপার নিহত হয়েছেন।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুড় দেড়টার দিকে সায়দাবাদ টার্মিনালের ভেতর এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ৪টার দিকে মারা যান তিনি।

হানিফ সুপার বাসের হেলপার ছিলেন শান্ত। তাকে হাসপাতালে নিয়ে আসা কাউন্টার মাস্টার মো. সুমন জানান, শান্ত হানিফ সুপার পরিবহনের হেলপার ছিলেন। দুপুরে টার্মিনালের ভেতরে হানিফ সুপার বাস মেরামতের কাজ করছিলেন শান্ত। এসময় সেন্টমার্টিন দ্বীপ নামের একটি বাস পেছন দিকে এসে তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, আহত অবস্থায় শান্তকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শান্তর বাড়ি নরসিংদি জেলায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ(পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/ এনইউ