Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্তি প্রতিষ্ঠায় বড়দিন উদযাপনের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৩ ২১:২১

ঢাকা: পাপ, অসত্য, অন্যায় থেকে মন ফিরিয়ে সত্য, সুন্দর ও ভালো কাজে মনোনিবেশ করার মাধ্যমে বড়দিন উদযাপনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশে খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু ঢাকার আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ, ওএমআই।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে আর্চবিশপ হাউজে এক সাংবাদিক সম্মেলনে বড়দিনের বাণী রাখতে গিয়ে তিনি এ সব কথা বলেন।

আর্চবিশপ বলেন, ‘আমরা এ বছর এমন এক সময়ে যিশুর জন্মতিথি বা বড়দিন পালন করতে যাচ্ছি, যখন যিশুর জন্মস্থান পুণ্যভূমিতে ইসরাইল ও প্যালেস্টাইনের মধ্যে তুমুল যুদ্ধ চলছে; অনেক নিরীহ মানুষ মারা যাচ্ছেন। একইভাবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধেও শত-সহস্র মানুষ মৃত্যুবরণ করছেন। এগুলোর সঙ্গে সঙ্গে বিভিন্ন জাতি-গোষ্ঠীর ও ধর্মের লোকদের মধ্যে যুদ্ধভাব, সহিংসতা, মারামারি ও হানাহানি চলছে। এমনিতর অবস্থায় যিশুর জন্মতিথি উদযাপন আমাদেরকে শান্তি আনয়নে উদ্যোগ গ্রহণ করতে উদ্বুদ্ধ করছে।’

ধর্মগুরু আরও বলেন, ‘যিশু শান্তিরাজ যা প্রবক্তা/নবী ইসাইয়া যিশুর জন্মের ৭০০ বছর আগেই ঘোষণা করে গেছেন। যিশুর জন্মে স্বর্গের দূতবাহিনী ঘোষণা করেছিল: জয় ঊর্ধ্বলোকে পরমেশ্বরের জয়। ইহলোকে নামুক শান্তি তার অনুগৃহীত মানবের অন্তরে” (লুক ২:১৪)। যিশুর জন্মদিন বড়দিন উদযাপনে উৎসবের সঙ্গে সঙ্গে শান্তি প্রতিষ্ঠা কল্পে বিভিন্ন কর্মোদ্যোগ ও প্রার্থনা অব্যাহত থাকুক।

যিশুর দেওয়া সার্বজনীন শান্তি স্থাপন করা হোক আমাদের সবার পবিত্র কর্তব্য ও দায়িত্ব। আমাদের পরিবারে, সমাজে ও দেশে আমরা সবাই হয়ে উঠি শান্তির দূত। এই বড়দিনে আমাদের প্রার্থনা হোক প্রভু যিশুর আগমনে সব সংঘাত, হানাহানি ও যুদ্ধ বন্ধ হোক, এই ধরাতে নেমে আসুক স্বর্গীয় শান্তি।’

বাণী প্রদান শেষে সাংবাদিকেরা আর্চবিশপের কাছে বর্তমান বাস্তবতায় শান্তি স্থাপনে করণীয় ও নির্বাণোত্তর সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি নিয়ে ভাবনা জানতে চাইলে তিনি বলেন, ‘সব ধর্ম শান্তির কথা ও বাণী প্রচার করে। ধর্মীয় মূল্যবোধগুলো প্রতিদিনকার জীবনে চর্চা করলে আমরা শান্তি বজায় রাখতে পারব। সমস্যা আসলেও সংলাপের মধ্যদিয়ে সমাধানে যেতে পারবো। তাই শান্তি স্থাপনে আমাদেরকে সংলাপে আরও বেশি জোর দিতে হবে।’

মিডিয়াকর্মীদের সঙ্গে বড়দিনের কেক কাটা ও গান করার মধ্যদিয়ে বড়দিনের বাণী সহভাগিতা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজের সঙ্গে আরও উপস্থিত ছিলেন সেন্ট মেরীস ক্যাথিড্রালের প্রধান পুরোহিত ফাদার আলবার্ট টমাস রোজারিও। ঢাকা মহাধর্মপদেশের সামাজিক যোগাযোগ কমিশনের সমন্বয়কারী ফাদার বুলবুল আগষ্টিন রিবেরু এ অনুষ্ঠান পরিচালনা করেন।

সারাবাংলা/আরএফ/একে

টপ নিউজ বড় দিন উদযাপন


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর