Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক চালক ও হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৩ ১২:৫৩

যশোর: যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। রোববার (২৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ ও নাজমুল দুর্ঘটনাকবলিত ট্রাকের ড্রাইভার ও হেলপার। পারভেজের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরের কাকমারি গ্রামে ও নাজমুলের বাড়ি মহেশপুরের আজমপুর গ্রামে।

দুর্ঘটনাকালে রেল ক্রসিংয়ের ব্যারিয়ার (প্রতিরোধক দণ্ড) তোলা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, রোববার ভোরে মহেশপুর থেকে মালবাহী ওই ট্রাক যশোরে আসছিল। রকেট মেইল নামে ট্রেনটি চিলাহাটি থেকে যশোর হয়ে খুলনা যাচ্ছিল। এ সময় যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেল ক্রসিংয়ের ব্যারিয়ার (প্রতিরোধক দণ্ড) তোলা ছিল। ট্রাকটি ক্রসিংয়ে ওঠামাত্র ট্রেনের ধাক্কায় চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপার নিহত হন।

ঘটনার সময় রেলক্রসিংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী ঘুমিয়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতদের মরদেহ উদ্ধার করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে।

সারাবাংলা/ইআ

ট্রাক চালক নিহত ট্রাকের হেলপার নিহত রেল ক্রসিং

বিজ্ঞাপন

বাঘায় কৃষককে গলা কেটে হত্যা
২৩ নভেম্বর ২০২৪ ১৬:৪৩

আরো

সম্পর্কিত খবর