Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউনিয়ন পরিষদে নির্বাচনি প্রচার, ২ চেয়ারম্যানকে শোকজ

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৩ ১৪:০৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়িতে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ব্যবহার করে নির্বাচনি প্রচারের অভিযোগে দুই চেয়ারম্যানকে শোকজ দেওয়া হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী। এর আগে, গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) দুই ইউপি চেয়ারম্যানকে শোকজ করা হয়।

জানা গেছে, গত ২১ ডিসেম্বর সকালে উপজেলার ২০ নম্বর আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি প্রচার সভা করেন। একইদিন সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী এইচ এম আবু তৈয়বের প্রচারের সভা করেন ১ নম্বর বাগানবাজার ইউপি চেয়ারম্যান।

বিজ্ঞাপন

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী সারাবাংলাকে জানান, নির্বাচনি বিধিমালা অনুযায়ী সরকারি অফিস অর্থাৎ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ব্যবহার করে কোনো প্রচার করা যাবে না। কিন্তু বাগানবাজার ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাজু ও আব্দুলল্লাহপুর ইউপি চেয়ারম্যান অহিদুল আলম নির্বাচনের আচরণ বিধিমালার ৪(১) বিধি পরিপন্থী কাজ করায় দু’জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) তাদের দুজনকে নোটিশ পাঠানো হয়েছে। আগামীকাল সোমবারের (২৫ ডিসেম্বর) মধ্যে তাদের নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

সারাবাংলা/আইসি/এনএস

চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর