Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গায়ানায় যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৩ ১৬:৫৩ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৩ ১৭:১২

প্রাক্তন ব্রিটিশ উপনিবেশ গায়ানায় একটি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাজ্য। তেল ও খনিজ সমৃদ্ধ একটি ভূখণ্ডের জন্য প্রতিবেশী ভেনিজুয়েলার সঙ্গে বিরোধে গায়ানাকে কূটনৈতিক ও সামরিক সমর্থন প্রদর্শনে এই যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য।

বিবিসির খবরে বলা হয়, যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, বড় দিনের পর যুদ্ধজাহাজ এইচএমএস ট্রেন্ট যৌথ মহড়ায় অংশ নেবে।

এইচএমএস ট্রেন্ট একটি ব্রিটিশ টহল জাহাজ। মাদক চোরাচালানকারীদের সন্ধানের জন্য ক্যারিবিয়ান এলাকায় মোতায়েন করা হয়েছিল এই জাহাজ। কিন্তু ভেনিজুয়েলার সরকার এই মাসের শুরুর দিকে গায়ানার এসেকুইবো অঞ্চলকে সংযুক্ত করার হুমকি দেওয়ার পর যুদ্ধজাহাজটিকে নতুন দায়িত্বে মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গায়ানা কমনওয়েলথ সদস্য। এটি দক্ষিণ আমেরিকার একমাত্র ইংরেজিভাষী দেশ।

যুক্তরাজ্যের আশঙ্কা, ভেনিজুয়েলা গায়ানায় আক্রমণ করতে পারে। এতে ১৯৮২ সালে ফকল্যান্ড যুদ্ধের পর দক্ষিণ আমেরিকায় আরও একটি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ব্রিটিশ সেনাবাহিনী।

ভেনিজুয়েলা দীর্ঘদিন ধরে এসেকুইবোর মালিকানা দাবি করে আসছে। এই অঞ্চলটি গায়ানার ভূখণ্ডের দুই তৃতীয়াংশ। এসেকুইবোর পাহাড় এবং জঙ্গল সোনা, হীরা এবং বক্সাইটে সমৃদ্ধ। অন্যদিকে সম্প্রতি এসেকুইবোর উপকূলে বিশাল তেলের মজুত পাওয়া গেছে।

গায়ানার অর্থনীতি দ্রুত বাড়ছে। অন্যদিকে ভেনিজুয়েলার অর্থনীতি ধুকছে। সম্প্রতি, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এসেকুইবোকে ভেনিজুয়েলার অংশ হিসেবে একীভূত করে নিতে একটি গণভোটের আয়োজন করেন। গণভোটে সমর্থন পেয়ে ভেনিজুয়েলার সরকার দেশের নতুন একটি মানচিত্র প্রকাশ করে। তিনি রাষ্ট্রীয় তেল কোম্পানিকে এসেকুইবোর তেলকূপ থেকে তেল উত্তোলনের লাইসেন্স দেওয়ার নির্দেশও দিয়েছেন। এতে এসেকুইবো অঞ্চলটিকে ভেনিজুয়েলার অংশ হিসেবে দেখানো হয়। ধারণা করা হচ্ছে, শিগগিরই এসেকুইবো দখলে অভিযান শুরু করতে পারে ভেনিজুয়েলা।

সারাবাংলা/আইই

এসেকুইবো গায়ানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর