‘লুটপাটতন্ত্র টিকিয়ে রাখতে সরকার ক্ষমতা ধরে রাখতে চায়’
২৪ ডিসেম্বর ২০২৩ ১৭:৩২
ঢাকা: লুটপাটতন্ত্র টিকিয়ে রাখার জন্য সরকার ক্ষমতা ধরে রাখতে চায় বলে অভিযোগ করেছেন গণতন্ত্র মঞ্চের নেতা, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী।
রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এ অভিযোগ করেন। অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরির লক্ষ্যে এ সমাবেশ আয়োজন করা হয়।
জোনায়েদ সাকী বলেন, ‘আপনার-আমার ৯২ হাজার কোটি টাকা ব্যাংকে থেকে লুটপাট করে ফেলা হয়েছে। এই ৯২ হাজার কোটি টাকা আসার সম্ভাবনা নেই। স্রেফ লুট হয়ে গেছে। এই লুটপাটতন্ত্র টিকিয়ে রাখার জন্য তারা (সরকার) ক্ষমতা ধরে রাখতে চায়। এই লুটপাটতন্ত্রের কারণে দেশের অর্থনীতি সংকটে। জিনিসপত্রে দাম বেড়েছে। আর আপনার-আমার পেটে লাথি পড়েছে।’
উপস্থিত নেতা-কর্মীর উদ্দেশে তিনি বলেন, ‘এভাবে চলতে দেবেন? যদি না দেন, তাহলে এই যে ভোট ডাকাতি, নির্বাচন তামাশা- সেটাকে রুখে দিতে হবে। নির্বাচন কেন্দ্রে যেতে পারবেন না। আপনার যদি দেশের প্রতি দায় থাকে, জনগণের প্রতি দায় থাকে, তাহলে আপনি যেতে পারেন না। ৭ তারিখে কেউ ভোট দিতে যাবেন না। এটাই বাংলাদেশের প্রত্যায়।’
সাকী বলেন, ‘আমরা পরিষ্কার করে বলছি, এই যে সংকট এর সমাধানের সময় এখন আছে। এ দেশের সংকট সমাধানের এমনকি তাদের ভাষায় সংবিধানের অধীনেও এমনই পরিষ্কার ব্যবস্থা আছে। সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ভালো করে পড়লে দেখবেন পার্লামেন্ট ভেঙে দেওয়ার সুযোগ আছে। সুতরাং পার্লামেন্ট ভেঙে দেন, রাজনৈতিক সংকট সমাধানে আলোচনায় বসেন এবং তিন মাসের মধ্যে একটা অংশগ্রহনমূলক নির্বাচনের ব্যবস্থা করেন।’
তিনি বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব বলেছেন, ৭০ ভাগ মানুষ ভোট দেওয়ার জন্য রেডি। তাহলে মানুষের ওপর ভরসা করে একটা অংশগ্রহণমূলক নির্বাচন মোকাবিলা করেন। আপনাদের যদি জনগণ ভোট দিয়ে নির্বাচন করে আমরা সালাম দিয়ে আপনাদের সরকার মেনে নেব। কিন্তু আপনাদের সেই সাহস নেই। জনগনকে আপনারা ভয় পান। কারণ, জনগণ ব্যালটে সিল দেওয়ার সুযোগ পেলে আওয়ামী লীগের এই সরকার ভেসে যাবে।’
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘সারাদেশে তারা সহিংসতা ছড়িয়ে দিয়েছে। নৌকা মার্কার সঙ্গে ডামি প্রার্থীর সহিংসতা, স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে নৌকা প্রার্থীর সহিংসতা। গত কয়েকদিনে দুইজন মারা গেছে। প্রতিদিন অসংখ্য সহিংসতার ঘটনা ঘটছে। অথচ দায়ী করা হচ্ছে বিরোধী দলকে। নিজেদের মধ্যে মারামারি-খুনোখুনি করে তারা দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এ সব করে কোনো লাভ হবে না। জনগণ তাদের ফন্দি বুঝে গেছে।’
জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারির সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, হাবিবুর রহমান রিজু, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার,রাষ্ট্র সংস্কার আন্দোলনের ইমরান ইমন ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান প্রমুখ।
সারাবাংলা/এজেড/একে