Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সম্পত্তির বিরোধে ফুপাতো ভাইকে কুপিয়ে খুন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৩ ২২:৪৮

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের সীতাকুণ্ডে এক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জায়গা-জমির বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত ব্যক্তি বিএনপি নেতা বলে স্থানীয়রা জানিয়েছেন।

রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বারইয়ারঢালা ইউনিয়নের লালানগর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত নুর মোস্তফা বজল (৫০) পশ্চিম লালানগর গ্রামের ‍মুজিবুল হকের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, বজল বারইয়ারঢালা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানিয়েছেন, সন্ধ্যা ৬টার দিকে বজলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার মামাতো ভাই তৌহিদুল ইসলাম। বাড়ির অদূরে দু’জনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তৌহিদুল ও তার সঙ্গীরা বজলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দ্রুত চলে যায়। স্থানীয়রা তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‘তৌহিদুল চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় চারটি ডাকাতি, চুরি ও মাদকের মামলা আছে। এলাকায় থাকে না। তার সঙ্গে ফুপাতো ভাই বজলের জায়গা-জমি নিয়ে বিরোধ আছে। এলাকায় ফিরে তৌহিদুল পরিকল্পিতভাবে বজলকে ডেকে নিয়ে খুন করেছে। আমরা তৌহিদুলকে গ্রেফতারের চেষ্টা করছি।’

সারাবাংলা/আরডি/একে

খুন চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর