Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিল না দিলে লাইন কেটে দিয়ে বিএনপি নেতাদের গৃহবন্দি করা হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৩ ২৩:১৮

চট্টগ্রাম ব্যুরো : অসহযোগ আন্দোলনের নামে বিল না দিলে গ্যাস-বিদ্যুৎ-পানির সংযোগ কেটে দিয়ে বিএনপি নেতাদের গৃহবন্দি করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

রোববার (২৪ ডিসেম্বর) সকালে নগরীর দেওয়ানবাজার ওয়ার্ডে নির্বাচনপূর্ব কর্মীসভায় তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘বিএনপির অসহযোগ কর্মসূচি নির্বাচন বানচালের পরিকল্পিত ষড়যন্ত্র। যদি দলটির নেতাকর্মীরা অসহযোগের নামে গ্যাস, বিদ্যুৎ, পানির বিল না দেয় তাহলে, লাইন কেটে দিয়ে তাদের গৃহবন্দি করে রাখা হবে। তারা ধ্বংসাত্মাক রাজনীতির মাধ্যমে সরকার পতন ঘটাতে চেয়ে এখন নিজেদের পতন নিশ্চিত করে ফেলেছে। বিএনপি একটি সন্ত্রাসী দল আর জামায়াত মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের দল। এদের নিশ্চিহ্ন করতে না পারলে বাঙালি জাতিসত্তা টিকবে না।’

নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে নওফেল বলেন, ‘গতবার আমাকে নৌকায় ভোট দিয়ে আপনারা নির্বাচিত করেছিলেন। আমি পাঁচবছর সুখে-দুঃখে আপনাদের পাশে ছিলাম, এখনও আছি। ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া উন্নয়নের পদক্ষেপ আমি আমার এলাকার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেব।’

দেওয়ানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পেয়ার মোহাম্মদের সভাপতিত্বে ও আবু তৈয়ব সিদ্দিকীর সঞ্চালনায় কর্মীসভায় নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ হাসনি, উপ দফতর সম্পাদক জহরলাল হাজারী, কাউন্সির রুমকি সেনগুপ্ত বক্তব্য রাখেন।

এদিকে বিকেলে নগরীর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে মহিবুল হাসান চৌধুরী নওফেল গণসংযোগ করেন।

সারাবাংলা/আরডি/একে

অসহযোগ আন্দোলন নির্বাচন বিএনপি বিল


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর