সীতাকুণ্ডে ৪ ঘণ্টার ব্যবধানে আবার খুন
২৫ ডিসেম্বর ২০২৩ ০৯:০৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডে ৪ ঘণ্টার ব্যবধানে আবারও খুনের ঘটনা ঘটেছে। এবার এক যুবককে অজ্ঞাত দুর্বৃত্তরা কুপিয়ে খুন করেছে।
রোববার (২৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরীঘাটা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত মো. আলমগীর (৩৫) ওই ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ি গ্রামের বাসিন্দা।
নিহতের বড় ভাই জাহাঙ্গীর আলম জানান, চৌধুরীঘাটা এলাকায় আলমগীরের একটি কুলিং কর্নার আছে। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হায়দার আলী মসজিদসংলগ্ন মুরগির ফার্মের কাছে তার ওপর হামলার ঘটনা ঘটে।
‘একদল দুর্বৃত্ত পেছন থেকে কুপিয়ে আমার ভাইকে জখম করে। আহত অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে আমরাও হাসপাতালে আসি’, বলেন নিহতের ভাই।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক সারাবাংলাকে জানান, রাতে সাড়ে ১০টার দিকে আলমগীরকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পিঠে ছুরিকাঘাতে জখমের চিহ্ন আছে।
এদিকে কি কারণে খুনের ঘটনা ঘটেছে সেটা নিশ্চিত করে বলতে পারছেন না পুলিশ ও নিহতের স্বজনেরা।
জাহাঙ্গীর বলেন, ‘দুর্বৃত্তরা তার কাছে থাকা মোবাইল, টাকাপয়সা কিছুই নিয়ে যায়নি। এটা নিশ্চিত পরিকল্পিতভাবে আমার ভাইকে খুন করা হয়েছে। তবে কেন খুন করা হয়েছে সেটি বুঝতে পারছি না।’
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে, সেটা খতিয়ে দেখা হচ্ছে। খুনের ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।’
এর আগে, সন্ধ্যা ৬টার দিকে বারইয়ারঢালা ইউনিয়নের লালানগর পশ্চিম লালানগর গ্রাম নুর মোস্তফা বজল (৫০) নামে একজনকে কুপিয়ে খুন করা হয়। পুলিশ জানিয়েছে, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মামাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন বজল।
সারাবাংলা/আরডি/এমও