Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম দিনের নির্বাচনি প্রচারে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাশরাফি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৩ ০৯:২৬

নড়াইল: নড়াইলে প্রথম দিনের নির্বাচনি প্রচারে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। নড়াইল-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।

জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার পর রোববার (২৪ ডিসেম্বর) বিকাল ৩টায় নড়াইলে প্রচার শুরু করেন তিনি। রাস্তার মোড়ে মোড়ে এলাকাবাসী তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

কালনা ব্রিজ এলাকায় আয়োজিত প্রথম পথসভায় মাশরাফি বলেন, ‘পাঁচ বছর আগে নৌকা প্রতীক নিয়ে নড়াইলে আসার সময় এখানে ফেরিতে পার হয়েছিলাম। এখন প্রধানমন্ত্রীর হাত ধরে এখানে দেশের প্রথম ৬ লেনের ব্রিজ হয়েছে। আগামীতে আবারো নৌকা প্রতীকে ভোট পেয়ে নির্বাচিত হলে এলাকার বাকি উন্নয়নের জন্য জীবনবাজি রেখে কাজ করবো।’

এসময় আগামী ৭ জানুয়ারি ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দানের আহ্বান জানান তিনি।

মাশরাফি বিন মুর্তজা এদিন লোহাগড়ার আলামুন্সির মোড়, সিএনবি চৌরাস্তা, লোহাগড়া উপজেলার দলীয় কার্যালয়ের সামনে, এড়েন্দা বাজারসহ বিভিন্ন স্থানে পথসভায় অংশ নেন।

এসময় লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন মুন্সি, সাধারণ সম্পাদক সৈয়দ মশিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়জুল আমির রোমসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমও

নির্বাচনি প্রচার মাশরাফি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর