Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পৈশাচিক অত্যাচারের মাধ্যমে স্বীকারোক্তি আদায় করা হচ্ছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৩ ১৭:২১

ফাইল ছবি

ঢাকা: বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের তুলে নিয়ে গিয়ে পৈশাচিক অত্যাচারের মাধ্যমে নাশকতার মিথ্যা স্বাীকারোক্তি আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিযর যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২৫ ডিসেম্বর) গণমাধ্যমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইখতিয়ার কবির, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোস্তফা জামাল রিকু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহবায়ক মুকিত হোসেন মুকিতকে ‘তুলে নিয়ে’ যাওয়ার পর আদালতে সোপর্দ না করার ঘটনায় তিনি এ বিবৃতি দেন।

রিজভী বলেন, ‘ইখতিয়ার কবির ও মুকিত হোসেন মুকিত গুরুতর অসুস্থ বলে পরিবারের পক্ষ থেকে জানানো হলেও তাদের পরিবারের নিকট ফেরত না দেওয়া ও আদালতে সোপর্দ না করার ঘটনা চরম অমানবিকতা ও গভীর উদ্বেগজনক। এই আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে এহেন নিষ্ঠুর কর্মকাণ্ড বারবার সংঘটিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এই ধরনের অত্যাচার ও নির্যাতন-নিপীড়ন আওয়ামী শাসকগোষ্ঠীর ঐতিহ্যগত রীতি। ছাত্রদল, যুবদলসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দকে এভাবে গুম করে রাখা এবং মিথ্যা স্বীকারোক্তি আদায়ে আইন শৃঙ্খলা বাহিনীর নির্মমতায় ভুক্তভোগীদের পরিবার ও দলের নেতা-কর্মীরা আতঙ্কিত।’

তিনি বলেন, বর্তমান অবৈধ আওয়ামী সরকার একতরফা নির্বাচন করার জন্য বিরোধী দল ও ভিন্নমত দমনের অংশ হিসেবে এবং বিরোধী দলের চলমান গণতান্ত্রিক আন্দোলনে নেতা-কর্মীদের ভয় পাইয়ে দিতেই আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে এ ধরনের নিষ্ঠুর কর্মকাণ্ড অব্যাহত রেখেছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর