Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে নৌকার ক্যাম্প ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২৩ ১৭:৩১

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে নৌকা প্রতীকের নির্বাচনি ক্যাম্প ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত গভীর রাতে ইউনিয়নের চৈতারচর এলাকায় এঘটনা ঘটে। মুন্সীগঞ্জ-৩ আসনের কাঁচি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সমর্থকরা ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করে নৌকার সমর্থকরা। এঘটনায় সদর থানায় অভিযোগের প্রস্তুতি নেওয়া হয়েছে।

গত দুইদিন আগে চৈতারচর এলাকায় মুন্সীগঞ্জ-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থকরা ক্যাম্পটি তৈরি করে। গতকাল রাতেও ক্যাম্পটি ঠিক ছিলো। তবে সকালে উঠে সবাই দেখে ক্যাম্পের পোস্টার- প্যান্ডেলের কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে।

বিজ্ঞাপন

মোল্লাকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও নৌকার সমর্থক মোহসিনা হক কল্পনা অভিযোগ করে বলেন, ‘রাতে প্রচার শেষে কর্মীরা বাড়ি গিয়েছিল। সকালে আমার কাছে ফোন আসে কাঁচি প্রতীকের সমর্থকরা ক্যাম্পে ভাঙচুর করেছে। এসে দেখি ক্যাম্পে সব চেয়ার ফেলে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত পোস্টার- ফেস্টুন সব ছিঁড়ে ফেলা হয়েছে। কাঁচি মার্কার সমর্থক স্থানীয় মুজিবর, মনির মেম্বারের নেতৃত্বে রাতে হামলার ঘটনা ঘটে। গত কয়েকদিন ধরেই সে বিভিন্ন হুমকি দিয়ে আসছিলো। আমরা এর বিচার চাই।’

ক্যাম্পের দায়িত্বে থাক নৌকার সমর্থক কাজী হৃদয় বলেন, ‘গতকাল ফয়সাল বিপ্লবের লোকজন আমাদের গালাগাল করে। ক্যাম্পে লাইট ছিল না। এই সুযোগেই ভাঙচুর করেছে।

এ বিষয়ে নৌকার সমর্থক মুজিবরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জ সদর থানা ওসি (তদন্ত) আনসারুজ্জামান জানান, নির্বাচনি ক্যাম্প ভাঙচুরের খবর পেয়েছি। সেখানে আমাদের টিম পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

জাতীয়-নির্বাচন নৌকার ক্যাম্প ভাঙচুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর