Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচন করলেও সরকার টিকতে পারবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৩ ১৩:৩১

ঢাকা: সরকার প্রহসনের নির্বাচন করে ক্ষমতায় এলেও জনগণের প্রতিরোধে টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে মতিঝিল এলাকায় ‘ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের’ পক্ষে লিফলেট বিতরণের সময় তিনি এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘নামসর্বস্ব দল বা সরকারের সমর্থক কোনো ব্যক্তি তাদেরকে নিয়ে নির্বাচনের আয়োজন করেছে সরকার। জনগণের প্রার্থী বাছাইয়ের কোনো সুযোগ নেই। যাকেই ভোট দেওয়া হোক না কেন, তিনি হবেন সরকারি দল বা সরকারের সমর্থক ব্যক্তি।’

তিনি বলেন, ‘যেখানে জনগণের জনপ্রতিনিধি বাছাইয়ের সুযোগ নেই এমন একটি নির্বাচনি খেলা জনগণ চায় না। চায় না বলেই জনগণ এ নির্বাচন বর্জন করেছে। আমরা সে কারণেই জনগণের প্রতি নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছি। অত্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি।’

নজরুল ইসলাম খান বলেন, ‘যে সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়, ভোট দিতে দেয় না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে পারে না। দেশের সম্পদ লুট করে। আমরা এমন সরকারকে অসহযোগিতা করতে দেশের জনগণের কাছে আহ্বান জানিয়ে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছি।’

তিনি বলেন, ‘আমরা জনগণের জন্য ত্যাগ স্বীকারে রাজি আছি। সরকার এতো অত্যাচার-অনাচার, লুটপাট করেছে, তারা ভয় পায় সুষ্ঠু নির্বাচন করতে। সে কারণে তারা যে কোনোভাবে ক্ষমতায় থাকার চেষ্টা করছে। তারা নির্বাচনি খেলায় নির্বাচন করেও ফেলতে পারে। এতে কিছু যায় আসে না। কারণ, এ দেশের মানুষ তাদের সমর্থন দেবে না।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ অনান্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/ইআ

টপ নিউজ স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর