Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌম্য জানতো পুরো দেশ তার বিপক্ষে: হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৩ ১৪:২২

পাঁচ বছর তিন অঙ্কের দেখা পাননি। জাতীয় দলে সৌম্য সরকারের অন্তর্ভুক্তি নিয়েও উঠেছে নানা প্রশ্ন। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শুন্য রান করায় সেই প্রশ্নটা আরও জোরালো হয়েছিল। তবে সব প্রশ্ন, সমালোচনার জবাব ব্যাট হাতেই দিয়েছেন সৌম্য। দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে ফিরেছেন নিজের পুরনো রূপে। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে বাংলাদেশ কোচ চণ্ডিকা হাথুরুসিংহে বলছেন, সবকিছু নিজের বিরুদ্ধে থাকার প্রচণ্ড চাপ নিয়েই দারুণ খেলেছেন সৌম্য, কৃতিত্বটা তাই শুধু তারই।

বিজ্ঞাপন

নেলসনে ১৬৯ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে ২০১৮ সালের পর ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পেয়েছেন সৌম্য। এই ইনিংস খেলার সময় ছাড়িয়ে গেছেন শচীনকেও। যে সৌম্যকে দলে রাখার জন্য নানা সমালোচনা শুনতে হয়েছে হাথুরুকে, সেই হাথুরু বলছেন, ভরসা রাখার প্রতিদান ভালোভাবেই দিয়েছেন সৌম্য, ‘সৌম্য যেভাবে খেলেছে সেটায় আমি খুবই খুশি। আমরা সবাই জানি সে কি করতে পারে, সেটা সে আগেও করে দেখিয়েছে। সবাই বলে ফর্ম টেম্পোরারি, ক্লাস পার্মানেন্ট। অনেক কিছুই আপনার ফর্মের উপর প্রভাব ফেলবে। মাথায় কি চলছে সেটাও প্রভাব ফেলে। তার এমন ফেরাতে আমার ভূমিকা নেই। ও নিজেই নিজেকে ফিরিয়েছে। দ্বিতীয় ম্যাচটা তার জন্য মরা বাঁচার লড়াই ছিল। সে জানতো পুরো দেশ তার বিপক্ষে। যদি সে ব্যর্থ হতো তাহলে কি হতো জানিনা। আমি তার উপরে ভরসা রেখেছি, তাকে আত্মবিশ্বাস যুগিয়েছি, পুরো দলই এটা করেছে। এজন্যই সে ফর্মে ফিরেছে।’

বিজ্ঞাপন

ওয়ানডে সিরিজের এই ফর্ম টি-টোয়েন্টি সিরিজেও ধরে রাখবেন সৌম্য, এমনটাই বিশ্বাস হাথুরুর, ‘সে খুব ভালো ফর্মে আছে। চাপ না থাকায় মাথাও পরিস্কার আছে। টি-টোয়েন্টি সিরিজে তার ভালো না করার কারণ দেখি না।’

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে টানা ৯ ম্যাচে হেরেছে বাংলাদেশ। এবার সেই বৃত্ত থেকে বের হওয়ার আশাবাদ হাথুরুর, ‘এখানে কাজটা কঠিন আমরা জানি। ওয়ানডেতেও এখানে আমাদের জয় ছিল না, সেটা আমরা পেরেছি। কন্ডিশন অনুযায়ী পরিকল্পনা সাজানো হয়েছে। সেভাবেই আমরা খেলবো। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই আমরা এই সিরিজ খেলতে নামছি। আমরা সেরা একাদশ বের করার চেষ্টা করব এর মাঝেই। বিশ্বকাপে কীভাবে খেলতে হয় সেটাই আমাদের আসল পরিকল্পনা।’

নেপিয়ারে আগামীকাল সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এই ভেন্যুতেই শেষ ওয়ানডেতে ৯ উইকেটের বড় ব্যবধানে জিতেছিল শান্তরা।

সারাবাংলা/এফএম

চন্ডিকা হাথুরুসিংহে নিউজিল্যান্ড বাংলাদেশ সৌম্য সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর