Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগ সরকার যা বলেছে তা বাস্তবায়ন করেছে: শেখ হাসিনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৩ ১৫:৩৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি: বাসাস

রংপুর: দেশের প্রতিটি ঘরে আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ পৌঁছে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার যখন যেটা বলেছে, তখন সেটা বাস্তবায়ন করেছে। দেশের মানুষকে উন্নত জীবন দিতেই তার সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর দেড়টায় মিঠাপুকুরের জায়গীর আদর্শ স্কুল মাঠে রংপুর ৫ আসনের নির্বাচনি জনসভায় এ কথা বলেন প্রধানমন্ত্রী। এর আগে, সকাল সাড়ে ১১টার কিছুটা পরে আকাশপথে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এরপর তারাগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে জনসভায় যোগ দিয়ে বক্তৃতা করেন। বক্তৃতা শেষ করে তিনি পীরগঞ্জের উদ্দেশে রওনা দিয়ে পথে মিঠাপুকুরে পথসভা করেন তিনি।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘১৯৯৬ সাল থেকেই আওয়ামী লীগ সরকার জনগণের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। দেশের মানুষকে উন্নত জীবন দিতে কাজ করছি। বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে আওয়ামী লীগ সরকার। যখন যেটা বলেছে, তখন সেটা বাস্তবায়ন করেছে। কথার কোনো হেরফের হয়নি। ঘোষণা দিয়েছিলাম ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবে, তা শতভাগ বাস্তবায়ন করা হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বর্গা চাষিদের বিনা জামানতে ঋণের ব্যবস্থা করেছে আওয়ামী লীগ সরকার। কোনো ধরনের অসুবিধা না হয় এজন্য কৃষকদের কার্ড দেওয়া হয়েছে। কৃষকরা সার ও বিদ্যুৎ ভর্তুকি মূল্যে পেয়েছে। এসব সবকিছুই করেছে আওয়ামী লীগ সরকার। বিএনপি সরকারের আমলে কৃষকরা সার চাইতে গিয়েছিল, তাদের গুলি করে হত্যা করা হয়েছে। আর আওয়ামী লীগ সরকার ভর্তুকি মূল্যে সবকিছু দিচ্ছে।’

বিজ্ঞাপন

শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের উন্নয়নের উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের কেউ যেন অর্থের অভাবে পড়াশোনা থেকে বিমুখ না হয়, এজন্য সব ধরনের সুবিধা আওয়ামী লীগ সরকার করে দিয়েছে। বৃত্তি-উপবৃত্তি থেকে শুরু করে যত ধরনের সুবিধা আছে দিয়েছে। বিনে পয়সায় মাধ্যমিক পর্যন্ত জানুয়ারির প্রথম তারিখে সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়েছে, যা অব্যাহত আছে। বাবা-মা যেন কখনোই পড়াশোনাকে বোঝা হিসেবে না দেখে এজন্য আওয়ামী লীগ সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে।’

তিনি আরও বলেন, ‘২০০৯ সাল থেকে বর্তমান পর্যন্ত বাংলাদেশ একেবারেই পরিবর্তন হয়ে গিয়েছে। দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই কোনো অনাবাদি জমি রাখবেন না এক ইঞ্চি জমিও ফাঁকা রাখবেন না সবাই চাষ করবেন সবাই স্বাবলম্বী হবেন।’

মানুষের ঘরের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দিয়েছে আওয়ামী লীগ সরকার উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘১৯৯৬ সালে আমরা ক্ষমতায় এলে স্বাস্থ্যসেবার ওপর গুরুত্ব দেই। এখন স্বাস্থ্যসেবা সারাদেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। স্বাস্থ্য পরিষেবাগুলো প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে এবং সাধারণ মানুষ সেখানে চিকিৎসা নিতে আসছে।’

বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘২০১৪ সালে কিভাবে বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাস করে মানুষকে পুড়িয়ে মেরেছিল আপনারা সবাই দেখেছেন। দেশকে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ফেলার চেষ্টা করেছিল, অপরাধীদের অভয়ারণ্য তৈরি করার চেষ্টা করেছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার সেটি রুখে দিয়েছে। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ কঠোর হতে দমন করেছে। নৌকা মার্কা ক্ষমতায় আসলে মানুষের জীবনের শান্তি আসে। ঘরে খাবার থাকে, মানুষ শান্তিতে বসবাস করতে পারে।’

দেশব্যাপী কর্মসংস্থানের ব্যাপক সুযোগ করে দেওয়া হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ সরকার কর্মসংস্থান নিয়ে সব সময় ভাবে। বেকারদের কর্মসংস্থান ব্যবস্থা করা হয়েছে।’

আওয়ামী লীগের সভাপতি আরও বলেন, ‘নৌকা মার্কায় ভোট দেওয়ার কারণেই স্বাধীনতা অর্জন হয়েছে। আর এখন নৌকা মার্কা ক্ষমতায় থাকার কারণে দেশের বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। মানুষ সুখে আছে, শান্তিতে আছে। তাই আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় এনে দেশকে উন্নয়নের করার সুযোগ দিন।

এ সময় মিঠাপুকুর আসনের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রাশেক রহমানকে দেখিয়ে দিয়ে জনগণের কাছে ভোট চান শেখ হাসিনা।
তিনি বলেন, ‘আমি আর কোনো ধরনের গোলমাল চাই না। আমি সবকটি আসন উন্মুক্ত করে দিয়েছি। সবাই সবার মতো করে নির্বাচন করছেন। শান্তি বজায় রাখবেন। আগামী ৭ তারিখ সবাই ভোট দেবেন।’

সারাবাংলা/আরএইচএস/এনএস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর