রংপুরে দারিদ্র্য বিমোচন একাডেমি নির্মাণের প্রতিশ্রুতি
২৬ ডিসেম্বর ২০২৩ ১৭:৪৫
রংপুর: দারিদ্র্য বিমোচন একাডেমি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুর বিভাগে দরিদ্রতা দূর করতে এই একাডেমি কাজ করবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে পীরগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে রংপুর-৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনি জনসভায় দেওয়া ভাষণে এই প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। এর আগে, সকাল সাড়ে ১১টার পরে আকাশপথে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এরপর তারাগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণ ও মিঠাপুকুরের জায়গীর আদর্শ স্কুলে জনসভায় বক্তৃতা করেন তিনি।
আওয়ামী লীগ সরকার দেশের প্রান্তিক অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছে দিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘একটা সময় ছিল মানুষ ইন্টারনেট সুবিধা না থাকার কারণে অনেকটা পিছিয়ে পড়েছিল। সেই ইন্টারনেট সেবা আমরা সকলের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। ইন্টারনেটের মাধ্যমে পুরো পৃথিবীকে হাতের মুঠো এনে দিয়েছি। কম মূল্যে ইন্টারনেট প্যাকেজ, ব্রডব্যান্ড লাইন করে দিয়েছি। সবার হাতে স্মার্টফোন পৌঁছে দিয়েছি।’
যুব সমাজের উন্নয়ন নিয়ে তিনি বলেন, ‘যুব সমাজের জন্য কর্মসংস্থান ব্যাংক তৈরি করা হয়েছে। যেন তারা বিনা সুদে ঋণ নিতে পারেন, স্বাবলম্বী হতে পারেন। নিজেরাই যেন নিজের উন্নয়ন করতে পারেন, কারও কাছে হাত পাততে না হয়। এছাড়া প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রবাস জীবন কাটাতে পারছেন প্রবাসীরা।’
তিনি আরও বলেন, ‘দেশের সার্বিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। ১৫ বছর আগে রংপুরের কি অবস্থা ছিল আর ১৫ বছর পরে কি পরিবর্তন হয়েছে, এটার উদাহরণ আপনারাই বলুন।’ এসময় রংপুর বিভাগে দারিদ্র্য বিমোচন করতে দারিদ্র্য বিমোচন একাডেমি তৈরি করার ঘোষণা দেন প্রাধানমন্ত্রী শেখ হাসিনা।
যোগাযোগ খাতের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘উত্তরবঙ্গের সঙ্গে রাজধানী যোগাযোগের জন্য রাস্তাঘাট ও সেতু নির্মাণ করেছে আওয়ামী লীগ সরকার। ভূমি ব্যবস্থাপনার উন্নত করা হয়েছে, যেন কারও ঝামেলা না হয়।’
দেশে ভূমিহীন ও গৃহহীন থাকবে না জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘রংপুর বিভাগকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের সব জেলাকেই পর্যায়ক্রমে ভূমিহীন ও গৃহহীনমুক্ত করা হবে।’
বিএনপি-জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, ‘বিএনপির-জামাত ক্ষমতায় থাকাকালীন সময়ে শুধুমাত্র লুটপাট করেছে। মানুষের কল্যাণে কাজ করেনি। তাদের প্রতিহত করুন। মা-সন্তানকে পুড়িয়ে মেরেছে জামাত বিএনপি।’
অগ্নিসন্ত্রাসীদের পুলিশে ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মানুষের জীবন নিয়ে কাউকে খেলতে দেব না। মানুষের কল্যাণে কাজ করি। মানুষ হত্যা করে মানুষ পুড়িয়ে তারা কিসের আন্দোলন করে? ২০১৩ সালে মানুষ প্রতিহত করেছিলেন, ২০১৪ সালে প্রতিহত করে নৌকা মার্কায় ভোট দিয়ে সরকার গঠন করতে সহায়তা করেছিলেন। তাই সকলকে এক হয়ে কাজ করতে হবে এবং অগ্নিসন্তান এই জঙ্গিবাদের যারা উত্থানকারী তাদের রুখে দিতে হবে।’
এসময় পীরগঞ্জ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. শিরীন শারমিনের হাত তুলে তাকে ভোত দেওয়ার আহ্বান জানান দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সারাদেশের নৌকার প্রতীকের প্রার্থীদের বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
এসময় ‘রিক্ত আমি, সিক্ত আমি দেওয়ার কিছু নাই, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই’ উল্লেখ করে জনসভা শেষ করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
সারাবাংলা/আরএইচএস/এনএস