Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি ছাত্রদলের সাবেক সভাপতিসহ ১৬ জনের দণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৩ ১৮:২৪

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান তালুকদারসহ ১৬ জনকে রমনা থানার নাশকতার এক মামলায় পৃথক দুই ধারায় ২৭ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায়ে এক ধারায় তাদের দুই বছর করে এবং আরেক ধারায় তিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এ রায় দেন।

দণ্ডিত আসামিদের মধ্যে রয়েছেন- ঢাবি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ আবু তাহের, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান রাজ ও দক্ষিণ ছাত্রদলের সভাপতি জহির উদ্দিন তুহিন, সরকারী তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি তসলিম আহসান মাসুম ও সিদ্ধেশ্বরী স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ছাত্রদল নেতা রিফাত বিন জিয়া।

এছাড়া দণ্ডিত আসামিদের মধ্যে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুল ইসলাম লিপন, রমনা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম প্রিন্স ও সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন রয়েছেন।

২০১৮ সালের আগস্ট মাসে রমনা মডেল থানায় মামলাটি করা হয়।

সারাবাংলা/এএসকে/এনএস

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর