Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষকের দুই ছাগলের মৃত্যু, ভুয়া চিকিৎসককে অর্থদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২৩ ২৩:১৯

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে সানমুন শেখকে (২৫) নামে এক ভুয়া পশু চিকিৎসককে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পশু চিকিৎসা বিষয়ে কোনো প্রকার শিক্ষা ও সনদ ছাড়াই ওষুধ প্রয়োগ করে এক কৃষকের দুটি ছাগল মেরে ফেলার অভিযোগে সানমুন শেখকে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় মোরেলগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস ভ্রাম্যমাণ আদালতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সানমুন উপজেলার বারইখালী গ্রামের রমজান আলী শেখের ছেলে।

উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইউনুস আলী বলেন, ‘পঞ্চকরন গ্রামের কৃষক মাজহারুল ইসলামের দুটি ছাগলে সানমুন শেখ গত ২৩ ডিসেম্বর চিকিৎসা দেন। চিকিৎসার দু’দিন পরে গত সোমবার ছাগল দুটি গলা ফুলে মারা যায়।

এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মাজহারুল লিখিত অভিযোগ দায়ের করলে সানমুনকে ডেকে মোবাইল কোর্টে তোলা হয়। সানমুনের দেওয়া চিকিৎসায় একই এলাকায় আরও দুটি ছাগলের প্রাণহানি ঘটেছে বলেও জানান প্রাণিসম্পদ কর্মকর্তা।

সারাবাংলা/একে

জরিমানা পশু চিকিৎসক ভ্রাম্যমাণ আদালত


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর