Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আওয়ামী ইশতেহারের স্মার্ট বাংলাদেশ শ্মশান বাংলাদেশে পরিণত হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৩ ১৬:৫৭

ঢাকা: আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে উল্লেখিত স্মার্ট বাংলাদেশ আগামীতে শশ্মান বাংলাদেশে রূপান্তর হবে বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা।

তারা বলেছেন, ২০১৪ ও ২০১৮ সালের মতো আবারও নির্বাচনি প্রতারণার ফাঁদ পাতা শুরু করেছে আওয়ামী লীগ। সেই পুরনো ইশতেহারে জনগণের ১০ টাকা কেজি চাল, বিনা মূল্যে সার, ঘরে ঘরে চাকরি আজ কোথায় গেল? আওয়ামী লীগ উন্নয়নের নামে, ঋণ করে ঘি খায় আর দেশের বাইরে অর্থ পাচার করে। তাই আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার মানে স্মার্ট বাংলাদেশের নামে শশ্মান বাংলাদেশ।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে মালিবাগ, শান্তিনগর, কাকরাইল এলাকায় অসহযোগ আন্দোলনের সমর্থনে ১২ দলীয় জোটের গণসংযোগ ও প্রচারপত্র বিতরণকালে তারা এসব কথা বলেন।

নেতারা বলেন, দেশের ৫৭ শতাংশ জনগোষ্ঠীকে দারিদ্র্যের তালিকায় রেখে কীভাবে অর্ধাহারে-অনাহারে থাকা মানুষের কাছে আওয়ামী লীগ ভোট চাইতে যায়? সাধারণ মানুষের পেটে ভাত নাই! কৃষকের সার নাই, শ্রমিকের ন্যায্য অধিকার নাই! বেকার যুবকদের কর্মসংস্থান নাই। তারপরও আওয়ামী লীগ জনগণের সঙ্গে প্রতারণার পুরনো ফাঁদ পেতে নির্বাচনের খেলা খেলতে চায়। তবে, আগামী ৭ জানুয়ারি জনগণ আওয়ামী লীগ সরকারের অধীনে ভোট বর্জনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ১২ দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহ-সভাপতি ও ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোঃ ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শামসুদ্দীন পারভেজ, ইসলামি ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শওকত আমিন। উপস্থিত ছিলেন বাংলাদেশ এলডিপির মিজানুর রহমান পিন্টু, মো. ফরিদ উদ্দিন,জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের আতাউর রহমান খান, এম কাশেম ইসলামাবাদী, বাংলাদেশ জাতীয় দলের বেলায়েত হোসেন শামীম, আবুল মনসুর, জাতীয় পার্টির (কাজী জাফর) গাজী ওমর ফারুক, বাংলাদেশ লেবার পার্টির শরিফুল ইসলাম, বাংলাদেশ কল্যাণ পার্টির শফিকুল ইসলাম, যুব জাগপার নজরুল ইসলাম, এলডিপি যুবদলের ফয়সাল আহমেদ, ছাত্র সমাজের কাজী ফয়েজ আহমেদ, মেহেদী হাসান, ছাত্র জমিয়ত বাংলাদেশের নিজাম উদ্দিন আল আদনান, হাফেজ খালেদ মাহমুদ প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ

আওয়ামী লীগ ইশতেহার টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর