Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শতভাগ বিদেশি বিনিয়োগে বে-টার্মিনাল পরিচালনা করতে চায় বন্দর

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৩ ১৯:০৫

চট্টগ্রাম ব্যুরো: পতেঙ্গা বে টার্মিনালে শতভাগ বিদেশি বিনিয়োগ চান বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. সোহায়েল।

বুধবার (২৭ ডিসেম্বর) বন্দর ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

বে টার্মিনালে বিনিয়োগ কি কোনো দেশি প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটি দেশি প্রতিষ্ঠান সাড়ে তিন বিলিয়ন ডলার বিনিয়োগ করার জন্য প্রস্তাব দিয়েছে। বে টার্মিনালসহ এর আশেপাশের এলাকায় সাড়ে ১১ থেকে ১২ বিলিয়ন ডলার বিনোয়োগ হবে বলে আশা করছি।’

‘আমরা চাই বে টার্মিনালে শতভাগ বিদেশি বিনিয়োগ আসুক। তারা বিনিয়োগ করে টার্মিনাল তৈরি ও অপারেট করবে নির্দিষ্ট সময়ের জন্য। এরপর আমাদের কাছে হস্তান্তর করবে। অর্থাৎ নির্দিষ্ট সময় পরে সবকিছুর মালিক আমরা হয়ে যাব।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম বন্দর কন্টেইনার হ্যান্ডলিং-এ তিন মিলিয়নের ক্লাবে ইতিমধ্যেই প্রবেশ করতে পেরেছি। আগামী যে আর চার পাঁচদিন আছে এটা প্রায় তিন দশমিক এক মিলিয়ন টিইউজ কনটেইনার হ্যান্ডলিং-এ রূপান্তর হবে।’

‘এ ছাড়া আগের চেয়ে এবার রেকর্ড সংখ্যক বাল্ক কার্গো হ্যান্ডলিং হবে। এখন পর্যন্ত ১১ কোটি ৮৩ লাখ ৪৫ হাজার ৫৭৬ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং করেছে, যা ৩১ ডিসেম্বর অর্থাৎ বছর শেষে প্রায় ১২ কোটি মেট্রিক টন ছাড়িয়ে যাবে। ফলে এটা আগের কার্গো হ্যান্ডলিং এর রেকর্ড অতিক্রম করবে।’

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান বলেন, ‘সম্প্রতি আমরা পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল অপারেশন ও ব্যবস্থাপনায় সৌদি আরব ভিত্তিক বেসরকারি গ্লোবাল টার্মিনাল অপারেটর আরএসজিটিআই-এর সঙ্গে একটা চুক্তি স্বাক্ষর করেছি। তারা এরইমধ্যে কাজও শুরু করেছে। স্টিয়ারিং ও ম্যানেজমেন্ট কমিটিও করা হয়েছে। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরে টার্মিনাল করার টেন্ডার কার্যক্রম সেটি আমরা সম্পন্ন করেছি। আগামী দুই মাসের মধ্যে ওই টার্মিনালের কার্যক্রম শুরু করব।’

বে টার্মিনালে বিনিয়োগ করতে অনেক বিদেশি প্রতিষ্ঠান আগ্রহী জানিয়ে তিনি বলেন, ‘বে টার্মিনালের কনটেইনার টার্মিনাল ১ ও ২ নির্মাণ ও পরিচালনার জন্য পিএসএ সিঙ্গাপুর ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আগামী বছর চুক্তি সই হবে আশা করছি।’

‘চট্টগ্রাম বন্দরের সঙ্গে যৌথ উদ্যোগে বে টার্মিনালের মাল্টিপারপাস টার্মিনাল নির্মাণের জন্য আবুধাবি পোর্ট গ্রুপ ১ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রস্তাব পেয়েছি। ওয়ার্ল্ড ব্যাংক আমাদের এখানে বিনিয়োগ করার জন্য এরইমধ্যে কাজ করছে।’

সোহায়েল বলেন, ‘সার্বিকভাবে বে টার্মিনালে আগামী বছরে পিএসএ সিঙ্গাপুর, ডিপি ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড ব্যাংকসহ বিদেশ থেকে সাড়ে সাত থেকে আট বিলিয়ন ডলার বিনিয়োগ আমরা পাব। এছাড়া লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণের জন্য ডেনমার্কের বিশ্ব বিখ্যাত টার্মিনাল অপারেটর এপিএম টার্মিনালস প্রস্তাব দিয়েছে যা বর্তমানে পিপিপি প্রকল্প হিসেবে প্রক্রিয়াধীন।’

লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে হামলার কারণে বাংলাদেশে তার কোনো প্রভাব পড়বে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মো. সোহায়েল বলেন, ‘লোহিত সাগর ও সুয়েজ খালে সাম্প্রতিককালে যে আক্রমণ বা ঘটনা ঘটেছে এটা পুরোই একটি বিচ্ছিন্ন ঘটনা। ছোট খাটো এসব ঘটনা দুই একটি জাহাজকে ডিস্টার্ব করতে পারে।’

‘কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান এর সুযোগ নিতে পারে। সার্বিক ভাবে বাংলাদেশে এর কোনো প্রভাব ফেলবে না। আমাদের জাহাজ চলাচলে কোনো অসুবিধা হয়নি। আমাদের রেগুলার জাহাজ আসছে আর যাচ্ছে।’

এ সময় বন্দর সচিব ওমর ফারুক, মাতারবাড়ী সমুদ্র বন্দরের প্রকল্প পরিচালক জাহিদ হোসেন ও বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন ফরিদুল আলম উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আইসি/একে

চট্টগ্রাম বন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর