Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভূমিদস্যুরা ষড়যন্ত্র করলেও ভোটাররা নৌকাতেই ভোট দেবে: গাজী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২৩ ২০:০২

ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ভূমিদস্যুরা টাকা বিতরণ করার পাশাপাশি যতই ষড়যন্ত্র করুক না কেন রূপগঞ্জের মানুষ নৌকা মার্কাতেই তাদের মূল্যবান ভোট দেবে। কারণ তারা জানে নৌকা মার্কার বিরোধী প্রার্থী যদি ক্ষমতায় আসে তাহলে রূপগঞ্জবাসীর বাড়ি, জমি সব দখল হয়ে যাবে। এ জন্য রূপগঞ্জের জনগণ নৌকা ছাড়া বিকল্প কিছুই চিন্তা করছে না। কারণ জনগণ জানে নৌকা মার্কায় ভোট দিলে এলাকায় উন্নয়ন হয়। আর তাই নৌকাই তাদের একমাত্র নিরাপদ জায়গা।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় নির্বাচনি প্রচারণা ও গণসংযোগকালে এসব কথা বলেন গোলাম দস্তগীর গাজী।

তিনি বলেন, ‘যদি নির্বাচনে অনেক দলের অংশগ্রহণ থাকে তবে নির্বাচনের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও চাচ্ছেন নির্বাচন অংশগ্রহণমূলক হোক। তাই তৃণমূল বিএনপি নির্বাচন করছে তাদেরকে স্বাগত জানাই। লাঙ্গলসহ অন্যান্য আরও রাজনৈতিক দল যারা আছে তাদের সবাইকে স্বাগত জানাই। কারণ নির্বাচন অংশগ্রহণমূলক হলে নির্বাচনের পরিবেশ উৎসবমুখর হবে।’

তিনি আরও বলেন, ‘আমি গত ১৫ বছর ধরে রূপগঞ্জের উন্নয়ন করে যাচ্ছি। তাই আমার বিশ্বাস জনগণ আমাকে নয় উন্নয়নকে ভোট দেবে। নতুন যাকেই চাইবে তাকেই ভোট দেবে। নির্বাচন নিয়ে আমরা কোনো আশঙ্কা প্রকাশ করছি না। আমরা চাইছি সবার অংশগ্রহণেই নির্বাচন আরও উৎসবমুখর হোক। আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। তাই এখানে কোনো শঙ্কা নেই।’

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘ভূমিদস্যুরা অবৈধ টাকা ছড়িয়ে ভোট কেনার পাঁয়তারা করছে। কিন্তু রূপগঞ্জের মানুষ জানে টাকা দিয়ে ক্ষমতা কেনা যায় না। এছাড়া রূপগঞ্জের সবাই জানে ভূমিদস্যুরা ক্ষমতায় এলে জনগণের বাড়ি-জমি সব দখল করবে। আর তাই তারা নৌকা মার্কাকেই বেছে নেবে নিজেদের নিরাপত্তার জন্য। বিগত সময়গুলোতে নৌকা মার্কার প্রার্থী হিসেবে আমি যা প্রতিশ্রুতি দিয়েছিলাম তার সবই পূরণ করেছি। আর তাই উন্নয়নের মার্কা নৌকাতেই রূপগঞ্জের প্রার্থীরা ভোট দেবে বলে আমার বিশ্বাস।’

সারাবাংলা/এসবি/একে

আওয়ামী লীগ জাতীয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সম্পর্কিত খবর