Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জনগণ জুতা-ঝাঁড়ু নিয়ে রাস্তায় নামতে শুরু করেছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৩ ১৩:৪৩

ঢাকা: ১২ দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেছেন, ডামি নির্বাচনে কারা কারা এমপি হবে, সেই তালিকা সরকার পক্ষ থেকে চূড়ান্ত করা হয়েছে। ইতোমধ্যে জনগণও ভোট বর্জনের ঘোষণা দিয়ে জুতা, ঝাঁড়ু নিয়ে রাস্তায় নামতে শুরু করেছে। শেখ হাসিনার বিদায় খুবই নিকটে। জনগণের বিজয় সুনিশ্চিত।

বৃহস্পতিবার (২৮ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজারের পেট্রোবাংলা এবং কাঁচাবাজার এলাকায় অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান বলেন, ‘শেখ হাসিনা সরকারের বিদায়ের ঘণ্টা বেজে গেছে। জনগণ চারদিক থেকে ভোট চোর বলে শেখ হাসিনাকে প্রত্যাখান করেছে। যেকোনো সময় আওয়ামী লীগের ভয়াবহ পতন ও রাজনৈতিক বিপর্যয় নেমে আসবে।’

তিনি বলেন, ‘বর্তমানে দেশের অর্থনৈতিক দুর্যোগ চলছে। চারদিকে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক ও যুবকদের জীবনে চরম হাহাকার নেমে এসেছে। তাই আগামী ৭ তারিখ সর্বস্তরের জনগণ ভোট বর্জন করেছে।’

১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান বলেন, ‘আওয়ামী লীগ একটি নির্লজ্জ ও বেহায়া রাজনৈতিক দল। তাদের কোনো রাজনৈতিক চরিত্র নাই। এরা ভোটের আগে জনগণের পায়ে ধরে, আর ভোটের পরে বুকে গুলি করে। ভোটের আগে আলেমদের সালাম দেয়, ভোটের পরে কারাগারে পাঠায়।’

অন্যদের মধ্যে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শামসুদ্দীন পারভেজ ও ইসলামি ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শওকত আমিন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (কাজী জাফর) হান্নান আহমেদ বাবলু, বাংলাদেশ এলডিপির সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম রনক, তমিজউদদীন টিটু, এম এ বাশার, মো. ফরিদ উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মুফতী নুরুজ্জামান, মুফতী আতাউর রহমান খান, মাওলানা মাহমুদুল হাসান জিহাদী, মাওলানা এম এ কাসেম ইসলামাবাদী, জাগপার অধ্যাপক ইকবাল হোসেন, মনোয়ার হোসেন, মো. সাজু মিয়া, বাংলাদেশ জাতীয় দলের আবুল মনসুর, বাংলাদেশ লেবার পার্টির শরিফুল ইসলাম, হাবিবুর রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির লায়ন উমার রাযী, যুব জাগপার নজরুল ইসলাম বাবলু, এলডিপি যুবদলের ফয়সাল আহমেদ, মিজানুর রহমান পিন্টু, ছাত্র সমাজের কাজী ফয়েজ আহমেদ, মেহেদী হাসান, ছাত্র জমিয়ত বাংলাদেশের নিজাম উদ্দিন আল আদনান ও হাফেজ খালেদ মাহমুদ প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনএস

১২ দলীয় জোট টপ নিউজ শাহাদাত হোসেন সেলিম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর