Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমরা কিন্তু বেলুচিস্তান বা রাজস্থান থেকে আসিনি’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৩ ১৪:২৬

ঢাকা: আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচবি রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমরা কিন্তু বেলুচিস্তান বা রাজস্থান থেকে আসিনি। আমরা এদেশের সন্তান। এ দেশের আলো-বাতাস ও মাটির গন্ধ আমাদের গায়ে লেগে আছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা যেন মাস্তানের মতো কথা বলছেন। বিশেষ করে পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান যে ভাষায় কথা বলেন, তা সম্পূর্ণ ছাত্রলীগের নেতাদের মতো। তিনি রাতের আঁধারে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি খোরশেদ আলম সোহেল, কৃষকদল নেতা মেহেদী হাসান পলাশকে ধরে জোর করে মিথ্যা স্বীকারোক্তি আদায় করছেন।’

তিনি বলেন, ‘সব কিছুই মনিটরিং করছে সরকার আর বাস্তবায়ন করছে তার আইনশৃঙ্খলা বাহিনী। তারমধ্যে বিএনপির নেতা-কর্মীরা কিভাবে নাশকতা করবে? আসলে বাংলাদেশের গণতন্ত্র এখন পুলিশের নজরদারির মধ্যে বন্দি।’

রিজভী বলেন, ‘এখন পর্যন্ত যত নাশকতাকারী হাতে-নাতে ধরা পড়েছে তার সবই ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকজন। যেভাবে ২০১৩-২০১৪ সালে সরকার ও তার সংস্থার লোকেরা পরিকল্পিতভাবে নাশকতা করেছে এখনো তেমনই করছে। সবই হচ্ছে সরকারের নির্দেশে। বগুড়ায় দু’জন নেতাকে ইতোমধ্যে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেই আছে। কিন্তু তাদের কোনো সন্ধান দিচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ বাকশাল কায়েমের প্রবণতা নিয়ে কাজ করছে। তারা পুরোদমে একদল ও ব্যক্তির শাসন কায়েম করতে চায়। কিন্তু, এর বিরুদ্ধে দেশের গণতন্ত্রকামী মানুষ লড়াই সংগ্রাম করছে। মানুষের ভোটাধিকার ও হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করতেই আমাদের সংগ্রাম চলছে। আমাদের বিজয় সন্নিকটে।’

সারাবাংলা/এজেড/এনএস

টপ নিউজ বিএনপি রুহুল কবির রিজভী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর