Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন পর্যবেক্ষণে থাকবেন ২০৭৭৩ জন দেশি পর্যবেক্ষক

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৩ ২০:১৪ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৩ ২১:৪৫

ঢাকা : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন দেশের ২০ হাজার ৭৭৩ জন পর্যবেক্ষক। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘কেন্দ্রীয়ভাবে ৪০টি পর্যবেক্ষণ সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি পর্যবেক্ষণ সংস্থার ২০ হাজার ২৫৬ জন পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করবেন।’

চিঠিতে পর্যবেক্ষকদের তালিকা চূড়ান্তের বিষয় উল্লেখ করে বলা হয়, বিষয়টি সব রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারকে জানানো হয়েছে। সবমিলিয়ে ২০ হাজার ৭৭৩ জন দেশি পর্যবেক্ষক এবার জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

সারাবাংলা/জিএস/পিটিএম

টপ নিউজ নির্বাচন পর্যবেক্ষক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর