Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অংশীদারদের ১০ % মুনাফা দিল জিপিএইচ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৩ ২০:৫০

চট্টগ্রাম ব্যুরো : ১৭তম বছরে শেয়ার হোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে জিপিএইচ ইস্পাত লিমিটেড। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও বাকি ৫ শতাংশ স্টক লভ্যাংশ।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় লভ্যাংশের পাশাপাশি চলতি বছরের ৩০ জুন কোম্পানির আর্থিক ও নিরীক্ষা প্রতিবেদন অনুমোদন করা হয়।

সভায় ২০২২-২৩ অর্থবছরের শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হলেও কোম্পানির স্পন্সর ও পরিচালকরা এর বাইরে থাকবেন বলে সিদ্ধান্ত হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবিরের সভাপতিত্বে গ্রুপ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল, পরিচালক মো. আশরাফুজ্জামান, আবদুল আহাদ, আজিজুল হক এবং স্বতন্ত্র পরিচালক সফিউল আলম খান চৌধুরী ও মুখতার আহমেদ সভায় উপস্থিত ছিলেন।

এছাড়া নির্বাহী পরিচালক (অর্থ ও ব্যবসা উন্নয়ন) কামরুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনার পাশাপাশি ও শেয়ার হোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। চিফ ফিন্যান্সিয়াল অফিসার আবু বক্কর সিদ্দিক, গ্রুপ চিফ ফিন্যান্সিয়াল অফিসার এইচ এম আশরাফ-উজ-জামান এবং ভারপ্রাপ্ত কোম্পানি সচিব মোশারফ হোসেন সভায় অংশ নেন।

সভায় আলমগীর কবির বলেন, ‘জিপিএইচ ইস্পাত লিমিটেড কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তি ব্যবহার করে পণ্য উৎপাদন করে। এটি ভূমিকম্প সহনশীল, ৩০ শতাংশ ব্যয় সাশ্রয়ী। গত অর্থবছরে আমরা সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করেছি, যা অনিয়ন্ত্রিত চ্যালেঞ্জের মধ্যেও আমাদের অব্যাহত প্রবৃদ্ধির একটি অন্যতম কারণ।’

বিজ্ঞাপন

মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘কোভিড ১৯, ইউক্রেন যুদ্ধ, বাণিজ্য অবরোধ এসব কারণে কঠিন সংকট আমাদের মোকাবিলা করতে হচ্ছে। ডলারের দাম বেড়ে গেছে। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বাজারে এমএস রডের চাহিদা কমেছে। স্থানীয় চাহিদার চেয়েও কারখানা পর্যায়ে ইস্পাতের উৎপাদন বেশি কমেছে। বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে কারখানাগুলোকে উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে। এপরও জিপিএইচ ইস্পাত গত অর্থবছরে বিভিন্ন শুল্কবাবদ ৫২০০ মিলিয়ন এবং সেবা খাতের বিল বাবদ প্রায় ৫ হাজার মিলিয়ন টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে। গত অর্থবছরের চেয়ে পৌনে ১০ শতাংশ এবং প্রায় ১৮ শতাংশ রাজস্ব বেশি দেওয়া হয়েছে।’

সারাবাংলা/আরডি/পিটিএম

ইস্পাত জিপিএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর