Thursday 02 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দয়াগঞ্জে শিশু মৃত্যুর ঘটনায় পুলিশ কর্মকর্তা প্রত্যাহার


১৯ ডিসেম্বর ২০১৭ ১৪:৩৪ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৬:০৮

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা : ছিনতাইয়ের শিকার মায়ের কোল থেকে পড়ে ছয়মাসের শিশু আরাফাত মারা যাওয়ার ঘটনায় দয়াগঞ্জ তল্লাশি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক মো. বদরুল আলমকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার ডিসি ফরিদউদ্দীন। ঘটনার সময় দয়াগঞ্জ পুলিশ চেকপোস্টে ডিউটিতে ছিলেন বদরুল ইসলাম।

এদিকে সোমবার রাতে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির বাাবা শাহ আলম।

আরাফাতের মা সোমবার সকাল ৬টায় দয়াগঞ্জ এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন। ওই সময় রিকশাযোগে যাওয়ার পথে ছিনতাইকারীরা ব্যাগ ধরে টান দেয়। এ সময় আরাফাতকে নিয়ে তার মা রাস্তায় ছিটকে পড়ে। এতে আরাফাত গুরুতর আহত হয়।

সোমবার সকালে আরাফাতের আরেক ভাই অসুস্থ আল-আমিনের (৫) চিকিৎসার জন্য শরীয়তপুর থেকে ঢাকায় আসেন তাদের বাবা শাহ আলম ও মা আকলিমা। লঞ্চ থেকে নেমে বাবা শাহ আলম বড় ছেলে আল-আমিনকে নিয়ে সরাসরি হাসপাতালে যান। ছোট ছেলে আরাফাতকে নিয়ে মা আকলিমা রিকশায় করে তার বোনের বাসা শনির আখড়া যাচ্ছিলেন। পথে সকাল ৬টার দিকে দয়াগঞ্জ এলাকায় একটি ট্রাক থেকে ছিনতাইকারীরা আকলিমার ব্যাগ টান দিলে আরাফাতসহ আকলিমা পথে উল্টে পড়েন। এতে আরাফাত গুরুতর আহত হয়।

আরাফাতকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হলে কিছুক্ষণ পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/ইউজে/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর