Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলুর বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৩ ০০:১৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় মূল্য তালিকা ও ক্রয় রশিদ দেখাতে না পারায় চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

উমর ফারুক সারাবাংলাকে জানান, আলুর দাম হুট করে বেড়ে যাওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়ছে। বাজারে নতুন আলু পাইকারিতে ৪৫ টাকা ও পুরাতন আলু ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, প্রান্তিক কৃষক থেকে অনেকের হাত বদল হয়ে আসতে আসতে আলুর দাম বেড়ে যাচ্ছে। আর খুচরা বিক্রেতারা তাদের কাছ থেকে নিয়ে বেশি দামে আলু বিক্রি করছেন।

তিনি আরও জানান, অভিযানে কুসুমপুরা ট্রেডার্স, মামুন ট্রেডার্স, শাহ আমানত ট্রেডার্স ও ইউসুফ ট্রেডার্স নামে চারটি প্রতিষ্ঠানকে মূল্য তালিকা না থাকায় ও ক্রয় রশিদ দেখাতে না পারায় পাঁচ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বেশি দামে যাতে আলু বিক্রি করা না হয় এ জন্য তাদের সতর্ক করা হয়েছে।

সারাবাংলা/আইসি/পিটিএম

অভিযান আলু বাজার


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর