Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে শেখ হাসিনার জনসভায় জনতার ঢল

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২৩ ১৩:৩১

ঢাকা: টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের লক্ষ্যে নৌকায় ভোট চাইতে এবার বরিশালে পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় ঢাকা থেকে সড়ক পথে রওয়ানা হন তিনি।

বিকেল ৩টায় শহরের বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা। বঙ্গবন্ধুকন্যা ও দলীয় সভাপতির এ সফর উপলক্ষে বরিশালজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। ইতোমধ্যে জনসভাস্থলসহ শহরের অলিগলিতে নেতাকর্মীদের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়েছে।

জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে সভা শুরু হবে। বিকেল ৩টার মধ্যে সমাবেশের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে উঠবেন। জনসভার সভাপতিত্ব করবেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

এ ছাড়া আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহও বক্তব্য দেবেন। অনুষ্ঠান সঞ্চালনা করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি শেখ হাসিনা বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় যোগ দেন। এর পাঁচ বছর পর এবারও নির্বাচনি সভায় যোগ দিতে আসেন।

সারাবাংলা/এনআর/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর