Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিকাশের প্রধান যোগাযোগ কর্মকর্তা মাহফুজ সাদিক মারা গেছেন

সারাবাংলা ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৩ ১৮:১১

ঢাকা: মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের প্রধান যোগাযোগ কর্মকর্তা মাহফুজ সাদিক মারা গেছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

বিকাশ থেকে জানানো হয়, ২০২১ সালে বিকাশের প্রধান যোগাযোগ কর্মকর্তা হিসেবে যোগ দেন মাহফুজ সাদিক। মাহফুজ সাদিকের জানাজা শুক্রবার বাদ আসর ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়। পরে রায়েরবাজার কবরস্থানে তার মরদেহ দাফন হয়।

লন্ডনের কিংস কলেজ থেকে পাবলিক পলিসি বিষয়ে মাস্টার্স করেছিলেন মাহফুজ সাদিক। ২০২১ সালে বিকাশে যোগ দেওয়ার আগে ২০০৭ সাল থেকে তিনি লন্ডনে বিবিসি ওয়ার্ল্ড নিউজে কর্মরত ছিলেন। একই সময় তিনি এমি ও বাফটা অ্যাওয়ার্ড প্রোগ্রামের প্রেজেন্টার ও প্রোডিউসার হিসেবেও কাজ করেছেন। এর আগে সিটি ব্যাংকের সহকারী ব্যবস্থাপক হিসেবে নিযুক্ত ছিলেন। ২০১৮ সালে তিনি লাইফ ফেলো রয়েল সোসাইটি অব আর্টস (এফআরএসএ) অ্যাওয়ার্ড পান।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

বিকাশ মাহফুজ সাদিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর