ডিস্ট্রিক করেসপন্ডেন্ট,বগুড়া
এসবি সায়েন্স অ্যান্ড টেকনোলোজি কলেজ বগুড়া শাখার গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ডিপ্লোমা বিভাগের শিক্ষার্থীরা আজ দুপুরে বিক্ষোভ করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত আজকের পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তাদের।
কিন্তু শিক্ষার্থীরা কলেজে তাদের প্রবেশপত্র নিতে গিয়ে জানতে পারে অধ্যক্ষ নুরুল ইসলামসহ সবাই কলেজ বন্ধ করে পালিয়েছে। পরে পরীক্ষাকেন্দ্র সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজে গিয়ে তারা জানতে পারে ডিপ্লোমা পরীক্ষায় তাদের কলেজের নামই নেই।
শিক্ষার্থীরা জানায়, আজ ১৯ ডিসেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তাদের প্রায় পাঁচশত শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। কিন্তু প্রবেশপত্র না থাকায় তারা পরীক্ষায় অংশ নিতে পারেনি।
এসবি সায়েন্স অ্যান্ড টেকনোলোজি কলেজ কর্তৃপক্ষ কোর্স ফি বাবদ শিক্ষার্থী প্রতি এক লাখ টাকা হিসেবে মোট পাঁচ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে।
পরীক্ষা দিতে না পারার প্রতিবাদে শিক্ষার্থীরা শহরের সাত মাথায় প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন করে। এর আগে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়।
শিক্ষার্থীরা ওই পরীক্ষা স্থগিত এবং কলেজ অধ্যক্ষের বিচার ও ক্যাম্পাস বন্ধের দাবি জানায়।
সারাবাংলা/এএইচম/এমএ/জেডএফ