Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২১৭০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্র জয়পুরহাট চিনিকলের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৩ ০৯:২২ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৩ ০৯:২৪

জয়পুরহাট: জয়পুরহাট চিনিকলে শুরু হয়েছে ৬১তম আখ মাড়াই মৌসুম। গতবারের ৬৯ কোটি টাকা লোকসানের বোঝা মাথাই নিয়েই ২০২৩-২৪ আখ মাড়াই মৌসুম শুরু করল দেশের বৃহৎ চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানটি।

চলতি মৌসুমে ৩৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ২ হাজার ১৭০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল শুক্রবার (৩১ ডিসেম্বর) এ মাড়াইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শেখ শোয়েবুল আলম।

বিজ্ঞাপন

জয়পুরহাট চিনিকল চত্বরে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন— চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব চৌধুরী রহুল আমিন কায়সার, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আখলাছুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান, আখচাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খাজা নাজিম উদ্দিন, চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার প্রমুখ।

এ মৌসুমে ৩৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই হবে দেশের বৃহত্তম চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান জয়পুরহাট চিনিকলে। ৩৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ২ হাজার ১৭০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চিনিকল কর্তৃপক্ষ।

জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান জানান, গতবারের মতো এবারও মিল গেটে আখের মূল্য কুইন্টাল প্রতি ৫৫০ এবং বাইরের কেন্দ্রগুলো থেকে ৫৪০ টাকা দরে আখ কেনা হবে। এবার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে চাষিদের আখের মূল্য পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।

সারাবাংলা/এসকে/এনএস

আখ মাড়াই জয়পুরহাট চিনিকল টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর