Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জার্মান আওয়ামী লীগের বিজয় দিবস পালন

আন্তর্জাতিক ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৩ ১০:১৩

ঢাকা: মহান বিজয় দিবস উপলক্ষে জার্মানির রাজধানী বার্লিনে একটি মিলনায়তনে জার্মান আওয়ামী লীগ নির্বাচনি প্রচার, মহান বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করে। দেশটির বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাঙালি এতে অংশগ্রহণ করেন।

সম্প্রতি অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান। সঞ্চালনা করেন জার্মান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া ও জার্মান আওয়ামী লীগের সহ-সভাপতি নুরজাহান খান নুরি।

বিজ্ঞাপন

প্রধান অতিথি ছিলেন জার্মান আওয়ামী লীগের উপদেষ্টা আনোয়ারুল কবির। প্রধান বক্তা ছিলেন জার্মান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাবু জাফর স্বপন।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন— মাসুদুর রহমান মাসুদ, নুরে আলম সিদ্দিকী রুবেল, রানা ভূঁইয়া, সূর্য কান্ত ঘোষ, নুরুল হক,কাজী আকরাম, ওয়াদুদ মিয়া, শেখ শাহ আলম, শেখ রেদোয়ান, লিখন খান, ফারুক মোল্লা, বেলাল হোসেন, সাইফুল ইসলাম, নিরঞ্জন সূত্রধর, পলাশ হাওলাদার, রনি মাতুব্বর, জার্মান স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আওয়াল খানসহ আরও অনেকেই।

আলোচনা সভায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও বাংলাদেশের জন্য তার অবদান শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তারা বলেন, বাঙ্গালী জাতির ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় হচ্ছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা। আর এই অধ্যায়ের মহানায়ক বঙ্গবন্ধু। জাতির পিতার আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর প্রদর্শিত পথে সোনার বাংলার জন্য সোনার মানুষ তৈরি করতে হবে।

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দেশের সর্বত্র অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়ন ও সমৃদ্ধিতে বাংলাদেশ এখন সারা বিশ্বের বিস্ময়। আসুন সকলে মিলে উন্নয়ন ও আধুনিকায়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও তার দলকে আবারও নির্বাচিত করি।

অনুষ্ঠানে শিশুদের মাঝে পুরস্কার বিতারণ করেন বীর মুক্তিযোদ্ধা লুৎফুল খবির খান। স্থানীয় শিল্পীদের সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সারাবাংলা/এনএস

জার্মান আওয়ামী লীগ

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর