Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ার কাছে হেরে প্রযুক্তিকে দুষছেন হাফিজ

স্পোর্টস ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৩ ১০:৪৭

প্রথম টেস্টে পাত্তা না পেলেও মেলবোর্নে অস্ট্রেলিয়াকে হারানোর খুব কাছে চলে গিয়েছিল পাকিস্তান। শেষ পর্যন্ত অবশ্য বক্সিং ডে টেস্টে অজিদের কাছে ৭৯ রানে হেরে সিরিজে সমতা ফেরানোর আশা শেষ হয়ে গেছে বাবর আজমদের। এই ম্যাচে আম্পায়ারের বেশ কিছু সিদ্ধান্ত ও রিভিউ নিয়ে বিতর্ক হয়েছে বিস্তর। সিরিজ হারের পর পাকিস্তান দলের পরিচালক মোহাম্মদ হাফিজ বলছেন, প্রযুক্তির ভুল ব্যবহারের কারণেই জিততে পারেনি তার দল।

বিজ্ঞাপন

চতুর্থ ইনিংসে রান তাড়া করতে নেমে বেশ ভালোভাবেই এগুচ্ছিল পাকিস্তান। ষষ্ঠ উইকেটে আঘা সালমান ও মোহাম্মদ রিজওয়ানের ৫০ রানের জুটি দলকে জয়ের দিকেই নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই আসে সেই বিতর্কিত মুহূর্ত। কামিন্সের বল রিজওয়ানের গ্লোভসের পাস দিয়ে পার হয়ে কিপারের হাতে যায়। আবেদন করলেও আম্পায়ার এটি আউট দেননি। অজি অধিনায়ক খুব একটা নিশ্চিত না হলেও রিভিউ নেন। রিভিউতে বেশ কিছুক্ষণ দেখার পর তৃতীয় আম্পায়ার রিজওয়ানকে আউট ঘোষণা করেন। রিভিউতে দেখা যায়, গ্লোভসের উপরের অংশ পার হওয়ার সময় খুব অল্প একটা দাগ উঠেছে স্নিকোতে। যদিও রিজওয়ান বারবারই আম্পায়ারকে বলছিলেন বল তার গ্লোভসের কোন অংশেই লাগেনি। শেষ পর্যন্ত রিজওয়ানকে হারানোর পর আর দাঁড়াতে পারেনি পাকিস্তান।

বিজ্ঞাপন

তৃতীয় আম্পায়ারের এমন সিদ্ধান্ত একদমই মানতে পারেননি হাফিজ। তার মনে, এই সিদ্ধান্তেই হেরেছে পাকিস্তান, ‘ক্রিকেটে প্রযুক্তি অনেক সময়ই এমন সিদ্ধান্ত দেয় যা মানুষ মানতে পারে না। রিজওয়ান খুবই সৎ একজন মানুষ। সে আমাদের বারবারই বলেছে বল তার গ্লোভসের কোথাও লাগেনি। মাঠের আম্পায়ারের সিদ্ধান্তকে বদলে দেওয়ার জন্য বড় প্রমাণের দরকার হয় যা রিজওয়ানের ক্ষেত্রে ছিল না। প্রযুক্তির আসলে সুন্দর খেলায় একটা অভিশাপের মতো কাজ করছে।’

ম্যাচে আম্পায়ার্স কলের কারণেও বেশ ভুগেছে পাকিস্তান। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে মিচেল মার্শ অল্প রানেই ফিরতে পারতেন। তবে আম্পায়ার্স কলের কারণে বেঁচে যান তিনি। শেষ পর্যন্ত ৯৬ রান করেন ফেরেন মার্শ। হাফিজের মতে, আম্পায়ার্স কল পদ্ধতিটা উঠিয়ে নেওয়া উচিত, ‘ক্রিকেটে উন্নতির অনেক জায়গা আছে। আম্পায়ার্স কল খেলার মাঝে একটা দ্বিধার সৃষ্টি করে। বল যদি স্ট্যাম্পে লাগে তাহলে সেটা আউট। বল স্ট্যাম্পে লাগলে সেটা আম্পায়ার্স কলে নট আউট হয় কীভাবে?’

ম্যাচ হারলেও পাকিস্তান মেলবোর্নে অনেক ভালো খেলেছে বলেই বিশ্বাস হাফিজের, ‘খুব ক্লোজ একটা ম্যাচ ছিল। আমরা লড়াই করে হেরেছি। ম্যাচের অনেক মুহূর্ত আমরা কাজে লাগাতে পারিনি। এইগুলো কাজে লাগালে আমরা অনেক আগেই ম্যাচ জিততাম। কিন্তু খেলায় এরকম হয়। আমাদের দল দারুণ খেলেছে। অস্ট্রেলিয়াকে সিরিজ জয়ের অভিনন্দন।’

সারাবাংলা/এফএম

অস্ট্রেলিয়া আইসিসি ক্রিকেট পাকিস্তান প্রযুক্তি রিভিউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর