Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৩ ১৫:০০

ঢাকা: সরকারের পদত্যাগের একদফা এবং দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট বর্জনের আহ্বান জানিয়ে ফের নতুন কর্মসূচি দিয়েছে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে, আগামীকাল ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি (২০২৪) গণসংযোগ ও লিফলেট বিতরণ।

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশের দিন পিটিয়ে পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসভবনে হামলা এবং পুলিশ হাসপাতালে ভাঙচুরের ঘটনার পর ২৯ অক্টোবর থেকে চার দফায় ৫ দিন হরতাল এবং ১২ দফায় ২৩ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে।

গত দুই সপ্তাহ ধরে অসহযোগ আন্দোলনের পক্ষে জন সমর্থন বাড়াতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে আসছে দলটি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এনএস

টপ নিউজ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর