।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: বকেয়া বেতন-ভাতার দাবিতে কর্মবিরতি পালন করছেন রাজধানীর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। এতে চরম বিপাকে পড়েছেন হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগীরা।
সোমবার (২১ মে) সকাল ১১টা থেকে হাসপাতালের মূল গেট বন্ধ করে দিয়ে কর্মবিরতি শুরু করেন তারা। যা চলে দুপুর ১টা পর্যন্ত। তবে হাসপাতালের চিকিৎসকরা এ কর্মসূচি পালন করছেন না।
আন্দোলনকারীদের অভিযোগ, ২০১৬ সালের ডিসেম্বর থেকে কয়েক মাসের বকেয়া বেতন দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। বকেয়া বেতনের দাবিতে কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন তারা।
আন্দোলনের সভাপতি বুলবুল মিয়া সারাবাংলাকে বলেন, নার্স-ব্রাদারসহ সবাই কর্মবিরতিতে নেমেছেন। আজ তিন ঘণ্টা কর্মবিরতি পালন করেছি। আগামীকাল থেকে আরও বাড়তে পারে। বেতন-ভাতা পরিশোধ না করা পর্যন্ত এ কর্মসূচি চলবে।
হাসপাতালটির হিসাব শাখায় কর্মরত রাবেয়া সুলতানা জানান, সকাল ১০টার দিকে রবিউল নামে এক ব্যক্তি বাচ্চার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন। তিনি বাচ্চাকে ভর্তি করাতে পারেননি। বাচ্চা বুকে নিয়ে অসহায় হয়ে দাঁড়িয়ে ছিলেন। তার মতো আরও অনেকে রোগী ভর্তি ও চিকিৎসা নিতে পারছেন না।
সারাবাংলা/ইউজে/আইএ