Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচনে অনিয়ম হলে ভোটগ্রহণ কর্মকর্তাদের চাকরি হারাতে হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৩ ১৭:৫৫

যশোর: নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান ভোটগ্রহণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, পথভ্রষ্ট অতি উৎসাহী এবং সন্ত্রাসীদের কোনো সুযোগ দেওয়া যাবে না। ভোটগ্রহণ কর্মকর্তাদের কোনো প্রকার অনিয়ম হলে চাকরি হারাতে হবে। কেন্দ্র দখলের চেষ্টা হলে ভোটগ্রহণ বন্ধ করে চলে যান, লাগলে পরে ভোট নেওয়া হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের মণিরামপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় মণিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালা শুরু হয়।

বিজ্ঞাপন

আহসান হাবিব বলেন, সঠিক লোককে তার পছন্দের মতো ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। ভোট নিয়ে নানা অভিযোগ আসে। সব অভিযোগই তদন্ত করা হবে। মিথ্যা অভিযোগ দিলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আমাদের দেশের ওপর বিদেশিদের নজর আছে। বাইরের কেউ আমাদের সমস্যা ঠিক করে দিতে পারবে না। আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, খুলনা বিভাগীয় নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির।

দুই দিনের এ কর্মশালায় মণিরামপুর উপজেলার দুই হাজার ৭০০ ভোটগ্রহণ কর্মকর্তা প্রশিক্ষণ নিচ্ছেন।

সারাবাংলা/এনইউ

অনিয়ম আহসান হাবিব খান ইসি নির্বাচন

বিজ্ঞাপন

২৫ নভেম্বর ঢাকায় সংহতি সমাবেশ
২২ নভেম্বর ২০২৪ ১৬:৩৩

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

আরো

সম্পর্কিত খবর