গণজাগরণের নাটক ভিশনারী লীডার মঞ্চস্থ
সারাবাংলা ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৩ ২৩:২৪
৩০ ডিসেম্বর ২০২৩ ২৩:২৪
ঢাকা: বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রযোজনায় নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বলের পরিবেশনায় মঞ্চস্থ হলো গণজাগরণের নাটক ভিশনারী লীডার। গত ২৯ ডিসেম্বর একদিনে তিনটি স্থানে নাটকটি মঞ্চায়িত হয়।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হাফিজ আকাশ, শাহীনুর রহমান , জয়ন্ত গাঙ্গুলী, নীলাঞ্জনা রাজ, বিধান চন্দ্র পাল, শাহবাজ, সোহাগ হাসান।
এই নাটকটি সরকারের উন্নয়ন, বেকারদের কর্মসংস্থান, একটি বাড়ি একটি খামার, মোবাইলের মাধ্যমে টাকা আদান প্রদান, বাল্য বিবাহ প্রতিরোধ, ইভটিজিং, স্যাটেলাইট, স্মার্ট বাংলাদেশ প্রভৃতি বিষয় ফুটে উঠেছে।
নাটকটি মঞ্চায়িত হওয়ার স্থানগুলো হলো কলাবাগান মাঠ সংলগ্ন ধানমন্ডি পার্ক, ধানমন্ডি লেক (বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের বিপরীতে) এবং গ্রীন রোড স্টাফ কোয়ার্টার মাঠ।
নাটকটির নির্দেশনা দিয়েছেন ড. চঞ্চল সৈকত।
সারাবাংলা/একে