Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌকার ক্যাম্পে হামলা ‘দুঃসাহস’, গ্রেফতারের দাবি মেয়র আইভীর

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৩ ০০:১৮

নারায়ণগঞ্জ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজীর (বীর প্রতীক) নির্বাচনি ক্যাম্পে হামলার ঘটনাকে দুঃসাহস বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এ সময় তিনি হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিও জানিয়েছেন।

শনিবার (২৯ ডিসেম্বর) বিকেলে গোলাম দস্তগীরের বাড়িতে যান নাসিক মেয়র আইভী। এ সময় তিনি গোলাম দস্তগীর গাজীর স্ত্রী ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজীর সঙ্গে কুশল বিনিময় করেন। নির্বাচনি বিধিনেষধ থাকায় নৌকার প্রচারে যাওয়া সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডা. আইভী বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জন্য গাছ কিনতে গিয়েছিলাম পূর্বাচলে। সেখান থেকে ফেরার পথে শারীরিকভাবে অসুস্থ হাছিনা গাজীর সঙ্গে কুশল বিনিময় করতে এসেছি।’ সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনি ক্যাম্প পোড়ানো খুবই বাজে সংস্কৃতি। তাও আবার নৌকার ক্যাম্প।’

তিনি বলেন, ‘এখানে পরিবেশ পরিস্থিতি কে বা কারা উত্তপ্ত করতে চাচ্ছে, এইটা বের করা দরকার। শান্তিপূর্ণভাবে নির্বাচন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর। তিনি বারবার বলেছেন, ভোটের মাঠে যেন উৎসবমুখর পরিবেশ থাকে।’

নির্বাচনকালীন সহিংসতা বর্জন করার আহ্বান জানিয়ে ডা. আইভি বলেন, ‘নির্বাচন শেষ হয়ে গেলে কালকেই একজন আরেকজনের মুখ দেখবে। তাই সহিংসতা পরিহার করে উচিত। আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে বলব, কে বা কারা নৌকার ক্যাম্প ভাঙচুর এবং আগুন দিল তা খুঁজে বের করে আইনের আনার জন্য।’

নারায়ণগঞ্জে আগামী ৪ জানুয়ারি নির্বাচনকালীন জনসভায় আসছেন আওয়ামী লীগের দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমন উপলক্ষ্যে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উজ্জীবিত ও আনন্দিত বলে জানান জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি সেলিনা হায়াৎ আইভী।

সারাবাংলা/এসবি/পিটিএম

গোলাম দস্তগীর গাজী টপ নিউজ নির্বাচনি ক্যাম্প ভাঙচুর মেয়র আইভী


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর