Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জ-১: জমজমাট নির্বাচনি প্রচার, গাজীতেই ভরসা ভোটারদের

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৩ ১২:৪১

রূপগঞ্জ থেকে: সকল অনিশ্চয়তা আর বাঁধা কাটিয়ে দেশে জোরেসোরে বইছে নির্বাচনের হাওয়া। ভোটের আর মাত্র এক সপ্তাহ বাকি। শেষ সময়ের দিকে গড়াচ্ছে নির্বাচনি প্রচার। দেশজুড়েই জমে উঠেছে নির্বাচন উৎসব। তবে অনেক আসনে একাধিক হেভিওয়েট প্রার্থীদের কারণে মাঠ আরও বেশি জমজমাট।

নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনের মধ্যে এবার নারায়ণগঞ্জ ১ আসনটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। এই আসনে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার ও স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া। ত্রিমুখী লড়াইয়ের আভাসে আসনটি নিয়ে আলোচনা বেশি। তবে গত ৫ বছর গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের উন্নয়নের রাজনীতির সামনে ভোটের মাঠে তার প্রধান দুই প্রতিদ্বন্দ্বি অনেকটাই ম্লান হয়ে গেছেন। রূপগঞ্জে জবরদখল আর পেশিশক্তির বিরুদ্ধে গাজীকেই ভরসা মানছেন ভোটাররা। ভোটের মাঠ সরেজমিন ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

বিজ্ঞাপন

বছরের শেষ দিন আজ রোববার। প্রচণ্ড ঠাণ্ডা পড়ার কথা। কিন্তু আবহাওয়া যেন নির্বাচনি উত্তাপে শীতের কথা ভুলে গেছে। সকাল সকাল চায়ের দোকানে আড্ডা বেশ জমে উঠেছে। একেবারে চায়ের কাঁপে ঝড় যাকে বলে। নির্বাচনি মাঠের চুলচেরা বিশ্লেষণ চলছে। বেশিরভাগই দলনিরপেক্ষ আলোচক, আবার অনেকে কোনো প্রার্থির কঠোর সমর্থক। তবে সবার মুখে একটা কথাই শেষ কথা, গাজী সাহেবের মতো লোক হয় না। গত ৫ বছরে তিনি রূপগঞ্জের যে উন্নয়ন করেছেন তা অতীতে কখনও হয়নি। গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক রূপগঞ্জে সাধারণ মানুষের ভরসা। তাই ভোটের মাঠে যোজন যোজন এগিয়ে তিনি।

বিজ্ঞাপন

ব্যানার, পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। পথসভা-উঠান বৈঠক করে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। পাশাপাশি সমর্থকরাও প্রতিদিন করছেন পথসভা, নারী সমাবেশ। বিগত সংসদ নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছেন ভোটাররা। এবারও নৌকায় ভরসা রাখতে চান তারা। তাদের প্রত্যাশা রূপগঞ্জে গ্যাস, বিদ্যুতের যে সমস্যা রয়েছে তা সমাধান হবে এবার।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-১ আসন। এ আসনের বর্তমান সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। টানা চতুর্থবারের মতো তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচন করছেন। তার বিপরীতে সোনালী আঁশ প্রতীক নিয়ে নির্বাচনি মাঠে আছেন তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার ও স্বতন্ত্র প্রার্থী রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া। ফলে এবার ত্রিমুখী লড়াইয়ের আভাস ছিল রাজধানী ঢাকার অদূরে নারায়ণগঞ্জ-১ আসনে ভোটের মাঠ। কিন্তু তৈমূর আলম খন্দকার বড় প্রার্থী হলেও ভোটের মাঠে তিনি কোনো ছাপ রাখতে পারছেন না।

রূপগঞ্জের রূপসীতে দীর্ঘদিন ধরে ফুচকা বিক্রি করেন নাজমুল হাসান। কোনো ধরনের হানাহানি, চাঁদাবাজি ছাড়াই নির্বিঘ্নে ব্যবসা করে যাচ্ছেন বলে জানান তিনি। তিনি বলেন, তিন প্রার্থীর মধ্যে মানুষ হিসেবে সবচেয়ে অমায়িক গোলাম দস্তগীর গাজী। আমি চাই এই আসন থেকে আবার যেন গাজী নির্বাচিত হন।

অটোরিকশা চালক কামরুলের প্রত্যাশা সড়কে বন্ধ হোক চাঁদাবাজি। রাস্তা-ঘাট হোক আরও মসৃণ। মুদি দোকানদার মোহসিন বলেন, বিদ্যুতের চাহিদা মিটে গেছে। এখন আর ঘন ঘন বিদ্যুৎ যায়-আসে না। আমরা আশা করি গ্যাসের যে সমস্যা আছে তা এবার মিটে যাবে। গাজী সাহেবই যেন আবার নির্বাচিত হন।

তৃণমূল বিএনপি প্রার্থী তৈমুর আলম খন্দকারের আত্মীয় হাজেরা বেগম নিজ বাসার সামনেই চায়ের দোকান খুলছেন। তার দৃষ্টিতে এবারের ভোট হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ন। তার বক্তব্য, গোলাম দস্তগীর গাজীর মতো মানুষ হয় না। তিনি আবারও জয়ী দেখতে চান তাকে।

নারায়ণগঞ্জ জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে এবারের নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। এই আসনে মোট নয়জন প্রার্থী রয়েছেন। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা নির্বাচনি প্রচারে ব্যস্ত সময় পার করছেন। তবে ভোটের মাঠে সবচেয়ে বেশি সরব আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী। এরপরে রয়েছেন তৃনমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার ও  স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া। তারা প্রতিদিন সভা-সমাবেশ ও গণসংযোগের মধ্য দিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন। মাঠের সমীকরণ বলছে, গোলাম দস্তগীর গাজী স্থানীয়ভাবে প্রচণ্ড জনপ্রিয় হলেও তার প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী তৈমুর আলম খন্দকার ও শাহজাহান ভূঁইয়াও নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পৈত্রিক নিবাস রূপগঞ্জে হলেও সাবেক বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার সবসময় শহরকেন্দ্রিক রাজনীতিতে ব্যস্ত ছিলেন। বিএনপি থেকে বহিষ্কার হওয়ার পর দলটির নেতাদের সঙ্গে তার তেমন সখ্য নেই। তার প্রচারে বিএনপির কোনো নেতাকে দেখা যায়নি। তাছাড়া তার নতুন দল তৃণমূল বিএনপিরও সাংগঠনিক শক্তি নেই। গত কয়েকদিনের প্রচারে বিষয়টি স্পষ্ট হয়েছে। যদিও ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে দাবি তার। তবে স্থানীয় রাজনীতিতে প্রভাব রয়েছে শাহজাহান ভূঁইয়ার। তিনি তিনবার উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান তিনি। তাছাড়া উপজেলা আওয়ামী লীগেরও সাধারণ সম্পাদক। সব মিলিয়ে রূপগঞ্জের ভোটের মাঠ বেশ সরগরম।

সারাবাংলা/জেআর/আইই

গোলাম দস্তগীর গাজী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক নারায়ণগঞ্জ-১ ভুলতা ফ্লাইওভার রূপগঞ্জ সড়ক উন্নয়ন সংসদ নির্বাচন

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর