Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরগঞ্জে বিএনপি নেতা শরীফুলের ২ দিনের রিমান্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৩ ১৫:৩৭

কিশোরগঞ্জ: কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি শরীফুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। হত্যা, নাশকতা ও পুলিশের ওপর হামলার মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল মামুন এ আদেশ দেন।

এর আগে, সকালে গ্রেফতার শরীফুল আলমকে আদালতে হাজির করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৩১ অক্টোবর বিএনপি আহুত অবরোধ চলাকালে কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে বিএনপির দুই কর্মী নিহত এবং পুলিশের ওসিসহ অনেকেই আহত হয়।

সারাবাংলা/এমও

কিশোরগঞ্জ বিএনপি নেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর