Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যৌথ টিম ভোটারদের হুমকি দিচ্ছে, লোভ দেখাচ্ছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৩ ১৭:৪৬

ঢাকা: ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন, কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টিম ভোটারদের হুমকি দিচ্ছে এবং অর্থের লোভ দেখাচ্ছে। এতেই প্রমাণ হয়, আওয়ামী লীগের পায়ের তলায় মাটি নাই।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাব, পল্টন ও বিজয়নগর এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় তারা এসব কথা বলেন।

১২ দলীয় জোটের মুখপাত্র, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘আওয়ামী লীগ নিজেদের দলীয় প্রার্থীর ওপর আস্থা রাখতে পারেনি। তাই তারা বিভিন্ন দলের বহিষ্কৃত, অযোগ্য নেতাদের নির্বাচনে নামিয়েছে। কিন্তু, তাদের এই নির্বাচন দেশে এবং বিদেশে গ্রহণযোগ্য হবে না। সরকার নির্বাচন বাতিল না করলে মহাসংকটে পড়বে। তাই শেখ হাসিনার পদত্যাগ করা উচিত।’

জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী খান আব্বাস বলেন, ‘বাংলাদেশের জনগণ এই সরকারের ওপর আর বিন্দুমাত্র আস্থা রাখতে পারছে না। দেশের অর্থনীতি ও জনগণের জীবন-জীবিকা এই সরকার ধ্বংস করে দিয়েছে। জনগণ এই সরকারের কাছ থেকে এখন মুক্তি চায়।’

১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান বলেন, ‘ভিনদেশি শক্তির ইশারায় বাংলাদেশের আকাশ ও মাটি এখন অনিরাপদ। দেশি-বিদেশি এই অপশক্তিকে রুখতে হলে আগামী ৭ জানুয়ারি ভোট প্রদানে বিরত থাকতে হবে এবং ভোট কেন্দ্রগুলো ভোটার উপস্থিতি শূণ্যের কোঠায় আনতে হবে। দেশে অর্থনৈতিক দেউলিয়াত্বের কারণে অবৈধ সরকারের নির্বাচনি বাজেটে বড় ধাক্কা লেগেছে।’

অন্যদের মধ্যে বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শামসুদ্দীন পারভেজ এবং ইসলামি ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম।

বিজ্ঞাপন

উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (কাজী জাফর) হান্নান আহমেদ বাবলু, বাংলাদেশ এলডিপির তমিজউদদীন টিটু, আব্দুল হাই নোমান, মো. ফরিদ উদ্দিন, নীলা শেখ, গোলাম মুর্তুজা মানিক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ইসলাম বাংলাদেশের মুফতি নুরুজ্জামান, মুফতি আতাউর রহমান খান, মাওলানা মাহমুদুল হাসান জিহাদী, মাওলানা এম এ কাসেম ইসলামাবাদী, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার অধ্যাপক ইকবাল হোসেন, মনোয়ার হোসেন, মো. সাজু মিয়া, বাংলাদেশ জাতীয় দলের বেলায়েত হোসেন শামীম, আবুল মনসুর, বাংলাদেশ লেবার পার্টির শরিফুল ইসলাম, হাবিবুর রহমান,বাংলাদেশ কল্যাণ পার্টির আবু ইউছুপ,বিল্লাল হোসেনসহ অনান্যরা।

সারাবাংলা/এজেড/ইআ

১২ দলীয় জোট টপ নিউজ রাজনীতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর