Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএমপির ২ ওসিসহ পাঁচ পুলিশ পরিদর্শক পদে রদবদল


২১ মে ২০১৮ ১৭:৪১

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পাঁচজন পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২১ মে) ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার দেওয়া অফিস আদেশে এসব কর্মকর্তাদের বদলি করা হয়।

ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আদেশে বলা হয়, লজিস্টিকস বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. সিদ্দিকুর রহমাকে ডেমরা থানার অফিসার ইনচার্জ, ডেমরা থানার অফিসার ইনচার্জ এসএম কাওসার আহমেদকে আদাবর থানার অফিসার ইনচার্জ ও আদাবর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমানকে ডিএমপির গোয়েন্দা পূর্ব বিভাগে বদলি করা হয়েছে।

অন্য এক অফিস আদেশে বলা হয়, কাউন্টার টেরোরিজম বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মাহাবুবুর রহমানকে শাহবাগ থানার অপারেশন অফিসার, শাহবাগ থানার অপারেশন অফিসার আবুল কালাম আজাদকে মোহাম্মদপুর থানার তদন্ত অফিসার, পল্টন থানার অপারেশন অফিসার মো. আবু সিদ্দিককে ওয়ারী থানার অপারেশন অফিসার ও ওয়ারী থানার অপারেশন অফিসার মাহবুব আলমকে পল্টন থানার অপারেশন অফিসার হিসেবে বদলি করা হয়েছে।

সারাবাংলা/ইউজে/আইএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর