Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালত বর্জনের কর্মসূচি আইনের শাসন পরিপন্থি: সুপ্রিম কোর্ট বার

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৩ ২০:৪৭

ঢাকা: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আদালত বর্জনের কর্মসূচি গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থি এবং বিচার কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপের শামিল বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সেইসঙ্গে এই ধরনের কর্মসূচি বিচারপ্রার্থী মানুষের বিচার পাওয়ার অধিকার পরিপন্থি বলেও উল্লেখ করেছেন তারা।

রোববার (৩১ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহিদ শফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুন নূর দুলাল।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আবদুন নূর দুলাল লিখিত বক্তব্যে বলেন, ‘জাতীয় নির্বাচন একটি সাংবিধানিক ধারাবাহিকতা এবং বাধ্যবাধকতা। গণতান্ত্রিক ব্যবস্থার ধারাবাহিকতার জন্য নির্বাচন অপরিহার্য। সারাদেশে নির্বাচনি আবহ তৈরি হয়েছে এবং জাতি ৭ জানুয়ারি নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে আছে। এই নির্বাচনে অংশগ্রহণ করা বা না করা যেকোনো রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু নির্বাচন প্রতিহতের নামে একটি রাজনৈতিক দলের আইনজীবী ফোরাম ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের যে ডাক দিয়েছে তা অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত।’

তিনি আরও বলেন, ‘এরকম কর্মসূচি দেওয়ার কোনো এখতিয়ার আইনজীবী ফোরামের নাই। এমন আহ্বান গণতন্ত্র এবং আইনের শাসনের পরিপন্থি এবং বিচার কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপ। এমনকি এই কর্মসূচি বিচারপ্রার্থী মানুষের বিচার পাওয়ার অধিকারের পরিপন্থি। বিএনপি-জামায়াত বাংলাদেশে সন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টির অপপ্রয়াসে লিপ্ত রয়েছে। এই অপশক্তি বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি চালু করেছিল। আবার তারা বিচারহীনতার সংস্কৃতি চালু করার অপপ্রয়াসে লিপ্ত রয়েছে।’

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এই অপপ্রয়াসের তীব্র নিন্দা জানাচ্ছে এবং দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছে যে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ এবং অধস্তন আদালতগুলো ১ থেকে ৭ জানুয়ারি এবং তারপরও যথারীতি খোলা থাকবে।

সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট বারের সভাপতি আইনজীবী মো. মোমতাজ উদ্দিন ফকির, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীরসহ সুপ্রিম কোর্ট বারের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

সুপ্রিম কোর্ট বার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর