Wednesday 20 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেস্টের পর ওয়ানডেকেও বিদায় জানালেন ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক
১ জানুয়ারি ২০২৪ ০৮:৫১

৫০ ওভারের ম্যাচে আর দেখা যাবে না ওয়ার্নারকে

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ শেষে সাদা পোশাককে বিদায় জানাবেন, এই ঘোষণা দিয়েছিলেন আগেই। নতুন বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার জানালেন, টেস্টের পাশাপাশি ওয়ানডে ক্রিকেটকেও বিদায় বলছেন তিনি।

২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় ওয়ার্নারের। দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারে ওয়ার্নার খেলেছেন ১৬১ ম্যাচ। ওয়ানডেতে তিনি করেছেন ৬৯৩২ রান, আছে ২২ টি সেঞ্চুরি। সেঞ্চুরির দিক দিয়ে তার উপরে আছেন শুধু রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার হয়ে ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক ওয়ার্নার, ওয়ানডেতে তার গড় ৪৫.৩০, স্ট্রাইক রেট ৯৭.২৬। ওয়ার্নারের ঝুলিতে আছে দুটি ওয়ানডে বিশ্বকাপ ট্রফি।

বিজ্ঞাপন

পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টে শেষবারের মতো সাদা পোশাকে অজিদের হয়ে মাঠে নামছেন ওয়ার্নার। ম্যাচের আগে হঠাৎ ঘোষণা দিলেন, টেস্টের সাথে ওয়ানডে ক্রিকেটকেও বিদায় বলছেন তিনি, ‘আমি ওয়ানডে থেকেও বিদায় নিচ্ছি। এটা নিয়ে আমি পুরো বিশ্বকাপজুড়েই ভেবেছি। ভারতের মাটিতে বিশ্বকাপ জেতা বড় একটা অর্জন। প্রথম দুই ম্যাচে হারের পর দলের সবার মাঝে দারুণ বন্ধনের কারণে আমরা এতদূর যেতে পেরেছি। ম্যাক্সওয়েলের সেই বীরত্ব, কামিন্সের দুর্দান্ত নেতৃত্ব, সবকিছু মিলিয়েই যাত্রাটা অসাধারণ ছিল। তাই এমন সিদ্ধান্ত খুব স্বাচ্ছন্দ্যের সাথেই নিচ্ছি। আমি সিদ্ধান্ত নিয়েছি টেস্ট, ওয়ানডে দুই ফরম্যাট থেকেই সরে দাঁড়াবো।’

ওয়ানডে থেকে সরে দাঁড়ালেও দলের প্রয়োজনে ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফি খেলার ইচ্ছা পোষণ করেছেন ওয়ার্নার, ‘আমি জানি আগামী বছর চ্যাম্পিয়নস ট্রফি হবে। আমি যদি এই দুই বছর ভালো ফর্মে থাকি, দলের যদি আমাকে প্রয়োজন হয়, তাহলে আমি অবশ্য মাঠে ফিরতে রাজি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

২০২৪ অস্ট্রেলিয়া ওয়ানডে ওয়ার্নার টপ নিউজ নতুন বছর বিদায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর