Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপগঞ্জের মানুষ উন্নয়নের পক্ষে: গোলাম দস্তগীর গাজী

সিনিয়র করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৪ ০৯:২৭

রূপগঞ্জ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ‘রূপগঞ্জের মানুষ উন্নয়নের পক্ষে, অগ্রযাত্রার পক্ষে নৌকা মার্কার পক্ষেই ভোট দেবেন বলে আশা করছি। তাদের কাছ থেকে এতো সাড়া পাচ্ছি যে মনে হচ্ছে নৌকার জোয়ারে ট্রাফিক জ্যাম লেগে যাচ্ছে সড়কে।’

রোববার (৩১ ডিসেম্বর) রাতে নিজের নির্বাচনি প্রচার সম্পর্কে বলতে গিয়ে এসব কথা জানান বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি বলেন, ‘যেখানেই যাচ্ছি রূপগঞ্জের সব মানুষ আমার সঙ্গে চলে আসছে। এলাকার সমস্ত নেতারা আমার সঙ্গে এসেছেন। তারা সবাই নৌকার পক্ষে গণসংযোগে নেমেছেন।’

বিজ্ঞাপন

নৌকা মার্কা বাংলাদেশের উন্নয়নের প্রতীক উল্লেখ করে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বাংলাদেশের যা উন্নয়ন তার সবই নৌকা মার্কায় ভোট দিয়ে পেয়েছে মানুষ। রূপগঞ্জের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়ন পেয়েছে। আমি বিগত সময়গুলোতে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম তার সবই রেখেছি। আর তাই মানুষ আবার নৌকা মার্কায় ভোট দেবে বলেই আমি আশা করছি।’

তিনি বলেন, ‘একটা সময় রূপগঞ্জ ছিল এক পিছিয়ে থাকা জনপদ। এখন রূপগঞ্জে এসে সবাই অবাক হয়ে যায়। এখানের রাস্তা দেখে মানুষ বলে কী সুন্দর রাস্তা! এই রাস্তা দেখে মানুষ ভোট দেবে। ভুলতা ফ্লাইওভার সারা দেশের একটা মেগাপ্রজেক্ট, সেই ভুলতা ফ্লাইওভার ও ভুলতা আইস প্ল্যান্ট কলেজসহ সমস্ত জায়গায় আমরা রাস্তা পাকা করে দিয়েছি। সুতরাং এখানে কোনও ধরনের কমতি নাই।’

তিনি আরও বলেন, ‘পুরো রূপগঞ্জে অনেক উন্নয়ন কাজ হয়েছে। মানুষ সেই উন্নয়ন দেখে ভোট দেবে। বিভিন্ন অলিগলিতে উন্নয়নের ছোঁয়া লেগেছে। এমন কোনো এলাকা নেই যেখানে আমাদের কাজ হয়নি। অনেকগুলো মেগাপ্রকল্প চলমান রয়েছে। সেই কারণে প্রচার-প্রচারণায় অনেক সাড়া পাচ্ছি। আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীরা আমাদের সঙ্গে রয়েছেন। সাধারণ মানুষ আমাদের সাথে রয়েছে।’

বিজ্ঞাপন

এ দিন দুপুরে ভুলতা ইউনিয়নে নির্বাচনি প্রচারণা চালান গোলাম দস্তগীর গাজী। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসবি/এমও

গোলাম দস্তগীর গাজী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রূপগঞ্জ রূপগঞ্জের মানুষ

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর