Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকরি হারালেন দুদকের দুই কর্মকর্তা


২১ মে ২০১৮ ১৭:৫৫ | আপডেট: ২১ মে ২০১৮ ১৮:১৩

।। সারাবাংলা ডেস্ক।।

ঢাকা : দায়িত্ব পালনে অবহেলা ও ক্ষমতার অপব্যবহার করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই কর্মকর্তা চাকরি হারিয়েছেন। চাকরি হারানো দুইজন হলেন খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এস এম শামীম ইকবাল ও দিনাজপুর জেলা কার্যালয়ের বীর কান্ত রায়।

শামীম ইকবালকে চূড়ান্তভাবে বরখাস্ত ও বীর কান্তকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

ইকবালের বিরুদ্ধে অভিযোগ তিনি খুলনায় দায়িত্বে থাকাকালে ২০১৫ সালে একটি মামলায় চার্জশিট না দিয়ে মামলার ফাইলটি এক বছরের বেশি সময় আটকে রাখেন। এর পরিপ্রেক্ষিতে মামলাটি আদালত থেকে খারিজ হয়ে। পরে দুদক তার বিরুদ্ধে তদন্ত করে দায়িত্বে অবহেলা ও অসদাচারণের প্রমাণ পান।

এই কারণে তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে। বরখাস্ত হওয়ায় তিনি অবসরকালীন সরকারি কোনো সুযোগ-সুবিধা পাবেন না’ বলেন দুদকের জনসংযোগ কর্মকর্তা।

অন্যদিকে দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ে কর্মরত সহকারী পরিচালক বীর কান্ত রায় একটি ব্যাংকের ঋণ জালিয়াতির মামলায় তদন্ত কার্যক্রমে এক বছরের বেশি সময়ক্ষেপণ করেন। এ অভিযোগে তাকে সোমবার চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

এর আগে গত বছরের ২৩ অক্টোবর সাময়িক বরখাস্ত হন দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিরুল ইসলাম।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর