চট্টগ্রামে হাতির বিরুদ্ধে থানায় অভিযোগ
১ জানুয়ারি ২০২৪ ২১:০৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের আনোয়ারায় মুদি দোকান ভাঙচুরের ঘটনায় হাতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
রোববার (৩১ ডিসেম্বর) আনোয়ারা থানায় এ অভিযোগ করা হয়। অভিযোগকারী ওই দোকান মালিকের নাম আবদুল হাকিম।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহায়েল সারাবাংলাকে জানান, রোববার ভোরে উপজেলার বৈরাগ ইউনিয়নের মধ্যম গুয়াপঞ্চক গ্রামের আমুর পাড়ায় একটি মুদি দোকানে আক্রমণ করে গ্রিল ভেঙে ফেলে একটি হাতি।
হাতির আক্রমণে দোকানের মালামাল ক্ষতি হওয়ার কারণে থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী। বিষয়টি তদন্ত হওয়ার পর থানায় সাধারণ ডায়েরি হবে। এরপর ক্ষতিপূরণের ব্যবস্থা হবে।
তিনি আরও জানান, বিভিন্ন সময় হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীরা অভিযোগ দেন। বিষয়টি সরেজমিন তদন্ত করা হয়। ভুক্তভোগীদের সরকার থেকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যেমে ক্ষতিপূরণ দেওয়া হয়। এখানে প্রায়ই এরকম ঘটনা ঘটে। ডিসেম্বর মাসেই হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত চার/পাঁচজন থানায় অভিযোগ করেছেন।
সারাবাংলা/আইসি/পিটিএম