Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২ দিনে ২১৩ মামলা, গ্রেফতার ২৩৫

সিনিয়র করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৪ ২১:০৯

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন ঘটনায় ২০২৩ সালের ১৮ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ২১৩টি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। এসব মামলার বিপরীতে ২৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) রাতে পুলিশ সদর দফতর থেকে জনসংযোগ কর্মকর্তা একে এম কামরুল আহসান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘নির্বাচন উপলক্ষে পুলিশ সদর দফতর সারাদেশে অপরাধ সংক্রান্ত তথ্যাদি নিয়মিত দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় ১৮ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত মোট ২১৩ টি মামলা হয়েছে। এসব মামলার বিপরীতে মোট ২৩৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।’

জনসংযোগ কর্মকর্তা আরও বলেন, ‘২০২৩ সালের নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত গত দুই মাসে ২৪১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। নির্বাচনের আগে এসব অস্ত্র উদ্ধার না হলে হয়ত ভোটের মাঠে অপরাধীরা বিশৃঙ্খলার চেষ্টা করতো। অস্ত্র উদ্ধার হওয়ায় অপরাধ অনেকটা কম হচ্ছে। এরপরও অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ২৪১টি অস্ত্র উদ্ধারের ঘটনায় মোট ৪৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে।’

এদিকে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যা যা ব্যবস্থা নেওয়া দরকার তার সবই করবে আইন শৃঙ্খলা বাহিনী। কোনো অপরাধীকে ভোটের পরিবেশ নষ্ট করতে দেওয়া হবে না।

সারাবাংলা/ইউজে/একে

আটক নির্বাচনি পরিবেশ পুলিশ সদর দফতার মামলা

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর