হাতকড়াসহ যুবক আটক
১ জানুয়ারি ২০২৪ ২২:৫৩
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীতে হাতকড়া লাগানো অবস্থায় এক যুবককে আটক করা হয়েছে। পুলিশের ভাষ্যমতে, ওই যুবক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন- গ্রেফতারের পর তিনি পুলিশের হাত থেকে পালিয়েছেন। পুলিশ বিষয়টি যাচাই-বাছাই করে দেখছে।
সোমবার (১ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে নগরীর হালিশহর থানার সিএসডি গোডাউন রাস্তার মাথা থেকে তাকে আটক করা হয়। আটক মো. মনিরের (২৫) বাড়ি বাগেরহাট জেলার সদর থানার দক্ষিণ সরৈ গ্রামে।
হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার হামিদ সারাবাংলাকে জানান, স্থানীয় লোকজন প্রথমে মনিরকে ঘোরাঘুরি করতে দেখেন। পরে তিনি একটি পরিত্যক্ত সামগ্রীর (ভাঙারি) দোকানে গিয়ে তার হাতকড়াটি দেখান এবং সেটি ভেঙ্গে ফেলতে বলেন। তখন লোকজন তাকে ধরে একজন ট্রাফিক সার্জেন্টের মাধ্যমে হালিশহর থানার টিমের কাছে সোপর্দ্দ করেন।
ওসি কায়সার বলেন, ‘আমরা প্রাথমিকভাবে খোঁজ-খবর নিয়ে জেনেছি, মনির মাদকাসক্ত এবং পেশাদার চোর। বাগেরহাটের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা আছে। তার কথাবার্তা অসংলগ্ন। জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তিন দিন আগে তিনি বাগেরহাট থেকে চট্টগ্রাম শহরে আসেন। ভাসমানভাবে বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করছিলেন। আজ (সোমবার) বিকেলে পুলিশ তাকে গ্রেফতার করে। কিন্তু সে পালিয়ে আসে। তবে কোন জায়গায় সে গ্রেফতার হয়েছিল, সেটা নিশ্চিত করে বলতে পারছে না।’
নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) নিহাদ আদনান তাইয়ান সারাবাংলাকে বলেন, ‘আমরা খবর নিয়ে নিশ্চিত হয়েছি, সিএমপিতে হাতকড়াসহ আসামি পালানোর কোনো ঘটনা ঘটেনি। হাতকড়াটিও পুলিশের বলে মনে হচ্ছে না। সে (মনির) আদৌ সত্যি বলছে কি না সেটা নিশ্চিত নয়। আমরা যাচাই করে দেখছি।’
সারাবাংলা/আরডি/পিটিএম