Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৌতুহলবশত কীটনাশক পান, ৫ শিশু হাসপাতালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৪ ২৩:৩৯

গাইবান্ধা: জেলার পলাশবাড়ীতে কৌতুহলবশত কৃষকের ব্যবহৃত বোতলের কীটনাশক পান করে অসুস্থ হয়েছে পাঁচ শিশু। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের সুলতানপুর বাড়াইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অসুস্থ শিশুরা হলো- ওই গ্রামের গোলাম আযমের ছেলে আবু বক্কর (৪), হবিবর রহমানের ছেলে তামিম মিয়া (৩), হামিদুলের মেয়ে মরিয়ম আক্তার (৪), হাবিলের ছেলে নাজিম মিয়া (৪) ও জেলালের মেয়ে জাফরিন আক্তার (৩)।

এলাকাবাসী ও অসুস্থ শিশুদের পারিবারের সদস্যরা জানান, সকালে একই গ্রামের জনৈক হামিদুল ইসলাম পোকার আক্রমণ থেকে রক্ষায় তার ফসলি জমিতে কীটনাশক প্রয়োগ করেন। এরপর পরিত্যক্ত কীটনাশকের বোতল নিজ ঘরের বেড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন।

এদিকে, বিকেলে প্রতিবেশি পাঁচ শিশু খেলার সময় কৌতুহলবশত বোতলে থাকা অবশিষ্ট কীটনাশক নখ দিয়ে বের করে মুখে দেয়। এতে তারা অসুস্থ হয়ে পড়ে। স্বজনরা বিষয়টি টের পেয়ে ওই শিশুদের সন্ধ্যার দিকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ( ইউএইচও) মুহাম্মদ আনিসুর রহমান জানান, কীটনাশক পানে অসুস্থ ৫ শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তারা শঙ্কামুক্ত।

সারাবাংলা/পিটিএম

কীটনাশক পান শিশু হাসপাতালে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর